জয় বাংলা স্লোগানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব মহাসমাবেশে যোগ দিতে দলে দলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

রাজধানী ও বাইরে থেকে শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ও পার্শ্ববর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় জড়ো হতে থাকেন তারা।

যুবলীগ নেতা-কর্মীদের সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য পাঁচটি গেট রাখা হয়েছে।

সমাবেশ থেকে নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হবে। এতে দুপুর আড়াইটায় উপস্থিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সমাবেশে এসে উপস্থিত হয়েছেন।

সংগঠনটির নেতা প্রকৌশলী আবু মোহাম্মদ মহিউদ্দীনের নেতৃত্বে চট্টগ্রাম থেকে বিশাল একটি মিছিল এসেছে সমাবেশস্থলে।

এ মিছিলের এক কর্মী বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাতে আমরা ট্রেনে রওনা দিয়েছি। তিন হাজারের বেশি নেতা-কর্মী মিলে আমরা এসেছি।

যুব মহাসমাবেশে উপস্থিতির বিষয়ে জানতে চাইলে উদ্যান সংলগ্ন সুপ্রিম কোর্টের সামনে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইউনুস বলেন, সকাল থেকে নেতা-কর্মীর আসা শুরু করেছেন। বেলা যত বাড়ছে, নেতা-কর্মীদের চাপ তত বাড়ছে।

বর্ণিল পোশাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যায় যুবলীগ নেতা-কর্মীদের। অনেককে ঢাকঢোল পিটিয়ে আনন্দ করতে দেখা গেছে।

Share this news on: