মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাথমিক শিক্ষার্থী

বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাথমিক শিক্ষার্থী প্রিসিলা সিতিয়েনি ৯৯ বছর বয়সে কেনিয়ায় মারা গেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার নাতি স্যামি চেপসিরর।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ৯০-এরও বেশি বছর বয়সে তার শিক্ষা অর্জনের সংকল্পে অনুপ্রাণিত হয়ে একটি ফরাসি চলচ্চিত্র নির্মিত হয়। পরে সেই চলচ্চিত্রটি ইউনেস্কোর প্রশংসা অর্জন করে।

স্যামি চেপসিরর দ্য স্ট্যান্ডার্ড সংবাদপত্রকে বলেন, “প্রিসিলা সিতিয়েনি বুধবার বুকের ব্যাথাজনিত জটিলতায় নিজ বাড়িতে মারা যান।”

চেপসিরর বৃহস্পতিবার সংবাদপত্রকে বলেন, “প্রিসিলা সুস্থ ছিলেন, মৃত্যুর তিন দিন আগ পর্যন্ত ক্লাস করেছেন। বুকের ব্যথার কারণে শেষ কয়েকদিন তিনি স্কুলে যেতে পারেননি।” খবর এএফপি'র।

Share this news on: