জমকালো অনুষ্ঠানে কাতার বিশ্বকাপের পর্দা উঠছে

শুরু হয়েছে বিশ্বকাপ-২০২২ এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনীর আগে মাঠে বিশ্বকাপ ট্রফি নিয়ে আসেন ফ্রান্সের সাবেক ফুটবলার মার্শেল দেশাই। এর কিছুক্ষণ পর শুরু হয় মূল অনুষ্ঠান। মরুর দেশে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের গায়ক জাংকুক।

উদ্বোধনী গান শেষে মঞ্চে দেখা দেন হলিউডের কিংবদন্তি অভিনেতা মরগান ফ্রিম্যান। পরে সারিবদ্ধভাবে হেঁটে পারফর্ম করতে দেখা যায় বাহাড়ি রঙের পোশাক পরিধান করা একদল মানুষকে। তারপর শুরু হয় তলোয়াড় প্রদর্শনী। কাতারের ঐতিহ্যবাহী সাদা পোশাকে তলোয়াড় নিয়ে কসরত করেন শ’খানেক পারফরম্যান্সকারী।

জমকালো অনুষ্ঠান শেষে আল বায়ত স্টেডিয়ামে মুখোমুখি হবে কাতার ও ইকুয়েডর। প্রথম ম্যাচে স্বাগতিকরা জিতবে, প্রত্যাশা কাতারিদের।

Share this news on: