ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছে ভারত। আগামী ৪ ডিসেম্বর ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামবে টাইগাররা। সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি দুটি টেস্ট খেলবে রোহিত শর্মারা।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি।

বাংলাদেশ দল সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল। ওই সিরিজে ছুটিতে থাকা সাকিব আল হাসান তবে ভারতের বিপক্ষে দলে ফিরেছেন। তার সঙ্গে ইয়াসির আলী রাব্বিকেও ফেরানো হয়েছে। সর্বশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

সিরিজের শেষ দুটি ওয়ানডে ৭ ও ১০ ডিসেম্বর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১০ ডিসেম্বর শেষ ওয়ানডে খেলবে দুই দল। দিবারাত্রির তিনটি ম্যাচই শুরু হবে বেলা ১২টায়।

চট্টগ্রামেই প্রথম টেস্ট ১৪ ডিসেম্বর মাঠে গড়াবে। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর।

Share this news on: