ড্র নিয়ে মাঠ ছাড়ল দক্ষিণ কোরিয়া-উরুগুয়ে

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যে ৭ টায় মাঠে নামে দু'দল। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলে গোলের দেখা পায়নি কোন দু'দল।

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রথমার্ধের শুরুর দিকে বল নিয়ন্ত্রণে এগিয়েছিল দক্ষিণ কোরিয়া। শেষভাগে দুই দলই লড়াই করেছে সমানে সমান। তবে আক্রমণে আধিপত্য দেখিয়েছে লুইস সুয়ারেজরা। কোরিয়ার হয়ে আপ্রাণ চেষ্টা করেও দলকে লিড এনে দিতে পারেননি হিয়ং মিন সন।

বিরতির ঠিক আগ মুহূর্তে দারুণ একটি সুযোগ নষ্ট হয় উরুগুয়ের। কর্নার থেকে ভেসে আসা বলে হেড করেন রক্ষণভাগের দিয়েগো গডিন। সেই বল বারপোস্টের ভেতরের সাইডে লেগে ফিরে আসে, মাথায় হাত পড়ে উরুগুয়ে ডিফেন্ডারের, সেই সঙ্গে গ্যালারিতে থাকা উরুগুয়ে ভক্তদেরও।

দ্বিতীয়ার্ধে দুদলের কেউই তেমন সুযোগ তৈরি করতে পারেনি। ফলে মেলেনি গোলের দেখাও। ৫২ মিনিটে সনের শট যেতে থাকে গোলপোস্টের বাইরে দিয়ে, সেটিকে আরও দূরে ঠেলে দেন উরুগুয়ে গোলরক্ষক। পরের মিনিটে ফাউলের আবেদন নিয়ে পেনাল্টি চেয়েছিল তারা। কিন্তু রেফারি সেই দাবি আমলে নেননি।

শেষ দিকে দুদলই একাদশে একাধিক পরিবর্তন আনে। তবুও ভাগ্য বদল হয়নি ম্যাচের ফলাফলে। সনরাও গোল পাননি, উরুগুয়ের সুয়ারেজ, ভালভার্দে, নুনেজরাও নাম লেখান ব্যর্থতার খাতায়।

Share this news on: