চট্রগ্রামে হোচট খেলো তামিমরা,জয় পেল সোহানের রংপুর রাইডার্স

ভাগ্য যেন কিছুতেই প্রসন্ন হচ্ছে না তামিম ইকবালের। বিপিএলের তিন ম্যাচ খেলে ৪০ পার করেছেন মাত্র এক ম্যাচে। শেষ ম্যাচে মিরপুরে বড় স্কোর করেও হেরেছে চট্রগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে। চট্রগ্রাম পর্বের প্রথম ম্যাচেও দেখা গেল না ভিন্ন চিত্র। রংপুরের বোলিং তোপে অল্পতেই আটকে গেছে তামিমের খুলনা টাইগার্স। 

টসে হেরে আগে ব্যাটিং করতে নামেন তামিমের দল খুলনা। দলটির পক্ষে ওপেনিং করতে নামেন তামিম এবং হাবিবুর রহমান সোহান। তবে রবিউল হক,রহমতউল্লাহ গুরবাজদের আগুন ঝড়া বোলিংয়ে ১৩০ রানেই আটকে যায় খুলনা টাইগার্স। 

সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৫৮ রান তুলতেই হারায় ৪ উইকেট। মোহাম্মদ নাঈম-নুরুল হাসান সোহানরা যখন খুলনার বোলিংয়ে হোচট খায়। তখন জয়ের আশা বাঁচিয়ে রাখে শোয়েব মালিক ও শামীম হোসেন পাটোয়ারী। জয়ের স্বাদ পেতে গিয়েও যেন বার বার হেরে যাচ্ছিল রংপুর।
 
সাইফউদ্দিনের বলে শেষ সময়ে ৩৬ বলে ৪৪ রান করা শোয়েব মালিক ফেরেন সাজঘরে। সোহানদের জয় তখনো অনিশ্চিত। তবে গুরবাজ নেমে আশাহত করেনি সঠিক সঙ্গ দিয়েছেন শামীমকে। এরফলেই জয়ের মুখ দেখে রংপুর রাইডার্স।

Share this news on: