চলতি বছর নিপাহ ভাইরাসে ৫ জনের মৃত্যু

চলতি বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত আটজনের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিপাহ ভাইরাসে ৭০ শতাংশ আক্রান্তের মৃত্যু হয়। কাঁচা রস, পাখি খাওয়া ফল খেলে এই রোগ হয়।

তিনি বলেন, বাদুড় নিপাহ ভাইরাস বহন করে। অসুস্থ মানুষের সংস্পর্শে আসলে এই ভাইরাস দ্রুত ছড়ায়। তখন মাল্টিপল সংক্রমণ হয়।
জাহিদ মালেক বলেন, এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই। নিপাহ ভাইরাস থেকে রক্ষায় মানুষকে সচেতন করতে হবে। আমরাও টিভিসি তৈরি করেছি।

Share this news on: