কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ

শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানিকে কাতারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে শেখ খালিদ বিন খলিফা বিন আবদেল আজিজ আল থানি পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন শেখ মোহাম্মদ।

মঙ্গলবার (৭ মার্চ) আমিরই দেওয়ানে প্রধানমন্ত্রী হিসেবে এই শপথ নেন তিনি।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ২০১৬ সালে দেশের পররাষ্ট্রমন্ত্রী হন। তার পরের বছরই জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগ তুলে কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও দুটি দেশ।

এই নিষেধাজ্ঞার জেরে ভোগান্তিতে পড়েছিল উপসাগরীয় দেশ কাতার। ২০২১ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সৌদি আরব ও বাকি তিন দেশ। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির ব্যাপক ভূমিকা ছিল বলে মনে করা হয়।

Share this news on: