আজ খুলেছে শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ মেট্রোস্টেশন

মিরপুরের শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ মেট্রোস্টেশন খুলে দেওয়া হয়েছে আজ । 

আজ শুক্রবার (৩১মার্চ) সকাল ৮ টায় মেট্রোরেলের এই বাকি দুই স্টেশন খুলে দেওয়া হয়। 

স্টেশন দুটিতে সকালে যাত্রী চাপ থাকলেও ধীরে ধীরে কমে যাত্রী সংখ্যা। কর্তব্যরতদের দাবি অনেকে স্টেশন খুলেছে অনেক অজানা তাই যাত্রী কম। 
আবার যাত্রা এসেছেন তাদের বেশিরভাগই প্রথমবার মেট্রোট্রেনে ঘুরতে এসেছেন।

কাজী অনিক (৩০) বলেন,' আজকে ছুটির দিন তাই বন্ধুদের নিয়ে মেট্রোরেলে ঘুরতে এসেছি। 

শেওড়াপাড়া বাসিন্দা মামুনুর রশীদ (৬০) বলেন,' আমি নিয়মিত উত্তরা যাতায়াত করি আর তাই এই
স্টেশন খুলে দেওয়ায় আমার জন্য অনেক সুবিধা হয়েছে আগে ১০ নাম্বার স্টেশন ব্যবহার করতাম।

এর আগে ১৫ মার্চ মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন চালু হয়। তারও আগে চালু হয় উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার, মিরপুর-১০ স্টেশন। শুধু দুটি স্টেশন উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া বাকি ছিল। আগামীকাল উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশনও যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে।

বর্তমানে মেট্রোরেল সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যাত্রীসেবা কার্যক্রম পরিচালনা করছে।

Share this news on: