পাকিস্তানে জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

পাকিস্তানের করাচিতে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত কর্মচারীদের পরিবারের মধ্যে জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে গত এক সপ্তাহে পদদলিত হয়ে ২২ জনের মৃত্যু হলো।

শুক্রবার (৩১ মার্চ) করাচির সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এই ঘটনা ঘটে।

কেয়ামারি পুলিশ এক বিবৃতিতে হতাহত ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, হতাহতদের বেশির ভাগই নারী। তাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।


পুলিশ সার্জন সুমাইয়া সাইদ ডন ডটকমকে বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে নয়জন নারী ও তিন শিশু রয়েছে। তাদের মধ্যে ৯ জনের মরদেহ আব্বাসী শহীদ হাসপাতালে ও দুজনের সিভিল হাসপাতালে পাঠানো হয়।

কেয়ামারির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ফিদা হোসেন জানওয়ারি বলেছেন, এফকে ডাইয়িং কোম্পানি সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল ট্রেড এস্টেট এলাকায় অবস্থিত। কোম্পানি কর্তৃপক্ষ জাকাত বিতরণের জন্য তাদের কর্মীদের পরিবারকে আমন্ত্রণ জানিয়েছিল।

তিনি বলেন, প্রায় ৪০০ নারী এসেছিলেন। আরও ভিড় বাড়তে পারে আশঙ্কায় কোম্পানির কর্মীরা দরজা বন্ধ করে দেন। ভেতরে যারা ছিলেন, তাদের লাইনে দাঁড়ানোর কোনো ব্যবস্থা রাখা হয়নি। এমনকি স্থানীয় পুলিশকেও এ বিষয়ে অবহিত করা হয়নি।

এএসপি জানওয়ারি বলেন, বেশ কয়েকজন নারী গরমে ও পদদলিত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আর নারীদের পাঠানো হয়েছে বিভিন্ন হাসপাতালে। ঘটনার সময় কোম্পানির মালিক সেখানে ছিলেন না বলে বলা হচ্ছে।

জুলফিকার নামে ওই কারখানার মালিককে শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

কেয়ামারির জেলা প্রশাসক মুখতিয়ার আব্রো বলেন, কারখানার মালিক জেলা প্রশাসনের কাছ থেকে অনাপত্তি সনদ নেননি এবং নিরাপত্তাও চাননি।

তিনি বলেন, সাত কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে। মালিককেও জবাবদিহি করতে হবে বলে জানান তিনি।

Share this news on:

সর্বশেষ

img
আইপিএল থেকে ডাক পেয়েও যে কারণে যেতে পারেননি শরিফুল Apr 18, 2024
img
রাত পোহালেই শিল্পী সমিতির নির্বাচন, কে লড়ছেন কার বিপক্ষে Apr 18, 2024
img
লিটারে ৪ টাকা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Apr 18, 2024
img
মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান : পররাষ্ট্রমন্ত্রী Apr 18, 2024
img
অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি: প্রধানমন্ত্রী Apr 18, 2024
img
ব্যবসায়ী নাসিরের মামলা : পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি Apr 18, 2024
img
দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী Apr 18, 2024
img
সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী পাগল হাসানসহ নিহত ২ Apr 18, 2024
img
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা Apr 18, 2024
img
গরমে ঘরেই নিন চুলের যত্ন Apr 18, 2024