স্লোগান দেওয়া নিয়ে আ’লীগ কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৫





রংপুরের কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে স্লোগান দেওয়া নিয়ে এক কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) সুলতানা রাজিয়া।

আটকরা হলেন; সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক (৫৩), কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব (৪৫), মাইদুল ইসলাম হুজুর (৫০), আওয়ামী লীগ কর্মী আব্দুল গফফার ও ইউপি সদস্য মফু সালাম (৪৮)।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবার (২৪ এপ্রিল) বিকেলে হারাগাছে কাউনিয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এলে নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম মায়া ও ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গ্রুপের মধ্যে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। তখন বাণিজ্যমন্ত্রী দ্রুত অনুষ্ঠান শেষ করে চলে যান।

রাত আটটার দিকে খানসামারহাটের ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের মাঠে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সোনা মিয়া নামে আওয়ামী লীগের এক কর্মী নিহত হন। নিহত সোনা মিয়া উপজেলার হারাগাছের নাজিরদহ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি হারাগাছ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

নিহতের ভাতিজা আলমগীর হোসেন জানান, বিকেলে বাণিজ্যমন্ত্রীর অনুষ্ঠানে স্লোগান দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ নিয়ে রাত ৮টার দিকে চাচা সোনা মিয়াকে ইমামগঞ্জ স্কুলের সামনে একা পেয়ে আওয়ামী লীগের আব্দুর রাজ্জাকের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে চাচার মৃত্যু হয়।

এদিকে ঘটনা জানাজানি হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

সংঘর্ষের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোছাৎ সুলতানা রাজিয়া জানান, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সংঘর্ষের পর জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

এদিকে সংঘর্ষে নিহত সোনা মিয়ার জানাজা হয়েছে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেল পাঁচটায় হারাগাছ ইউনিয়নের ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে তার জানাজা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম মায়া, সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি বিক্ষোভ বের করেন।

Share this news on:

সর্বশেষ

img
ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারল দল Jul 19, 2025
img
চার ঘণ্টা ধরে লাইনচ্যুত পাহাড়িকা, চট্টগ্রাম রুটে ট্রেন চলাচলে বিপর্যয় Jul 19, 2025
img
জামায়াত আমির সুস্থ আছেন, গুরুতর কিছু হয়নি : তাহের Jul 19, 2025
img
হাসপাতালে জামায়াত আমিরের পাশে বিএনপি মহাসচিব ও ড. মঈন খান Jul 19, 2025
img
এসএসসি পুনঃনিরীক্ষণ: শুধু ঢাকায় ৯২ হাজার শিক্ষার্থী, সর্বমোট আবেদন ২ লাখ ২৩ হাজার Jul 19, 2025
img
নতুন বিপ্লবের ডাক দিয়ে সাদিক কায়েম বক্তব্য Jul 19, 2025
img
ঘূর্ণিঝড় নয়, তবে লঘুচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে Jul 19, 2025
img
উচ্চ কক্ষে যারা পিআর চায় না তারা জাতির সঙ্গে প্রতারণা করে: আখতার Jul 19, 2025
img
নির্বাচনের দিন-তারিখ ঘোষণা হয়নি কিন্তু পিআরে'র দাবিতে সোহরাওয়ার্দীতে সমাবেশ করছে : সালাহউদ্দিন আহমদ Jul 19, 2025
img
ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির পদত্যাগ Jul 19, 2025
img
সৃজিত-সুস্মিতার বন্ধুত্বে প্রেমের গন্ধ? সৃজিত বললেন, ‘রিল্যাক্স’ Jul 19, 2025
যেকোনো দলকে হারানোর মতো সামর্থ্য আছে; লিটন দাস Jul 19, 2025
img
করলে তো অনেক কিছু করা যায়, রিশাদকেও ওপেনিংয়ে পাঠিয়ে দেওয়া যায় : লিটন Jul 19, 2025
বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের Jul 19, 2025
বক্তব্য রাখছেন জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ান Jul 19, 2025
img
রাশিয়ার জ্বালানি তেলের ওপর নতুন নিষেধাজ্ঞা ইইউ’র Jul 19, 2025
img
সেনাবাহিনীর বাস দিয়ে রাজনৈতিক সহায়তার অভিযোগ মিথ্যা: আইএসপিআর Jul 19, 2025
img
সরকার গঠন করলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত হতাহতদের পুনর্বাসন : মির্জা ফখরুল Jul 19, 2025
img
কে পিআর বুঝে, কে বুঝে না; তার জন্য সংস্কার থেমে থাকবে না: নাহিদ Jul 19, 2025
img
দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে : নাহিদ ইসলাম Jul 19, 2025