টানা সাতবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক খোকন  

বিএনপির যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ২০১৯-২০ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন তিনি। এ নিয়ে তিনি টানা সাতবারের মতো সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন সরকার সমর্থিত সাদা প্যানেলের (আওয়ামীপন্থী) আইনজীবী এ এম আমিন উদ্দিন। এ এম আমিন উদ্দিন ২০০৬-০৭ মেয়াদে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন। মাহবুব উদ্দিন খোকন এ নিয়ে টানা সাত বার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতিসহ ৬ জন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে এবং সম্পাদকসহ ৮ জন বিএনপি-জামায়াত জোট সমর্থিত নীল প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। দুই প্যানেল থেকে নির্বাচিত হওয়ায় সুপ্রিম কোর্ট বারের নেতৃত্ব এবার দুই অংশে বিভক্ত হলো। এর আগের দুই মেয়াদেই সুপ্রিম কোর্ট বারের নেতৃত্বে ছিলেন জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন।

বুধ ও বৃহস্পতিবার (১৩ ও ১৪ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর শুক্রবার সমিতির হলরুমে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান কমিশনার অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামান।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, সাধারণ সম্পাদক পদে বিএনপির যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ৩০৫৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুন নুর দুলাল পেয়েছেন ২৬৪৯ ভোট। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদকের পাশাপাশি বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন খোকন।

অপরদিকে সভাপতি পদে আওয়ামী লীগের এম আমিন উদ্দিন ৩২২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এজে মোহাম্মদ আলী পেয়েছেন ২৪৪৩ ভোট।

আওয়ামী লীগ সমর্থিত নীল প্যানেল থেকে অন্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন, সহ-সম্পাদক পদে কাজী শামসুল হাসান শুভ, সদস্য পদে শামীম সরদার, আফিফা আফরোজ রানী ও চঞ্চল কুমার বিশ্বাস।

বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল বাতেন, সহ-সম্পাদক পদে অ্যাডভোকেট শরীফ ইউ আহমেদ, ট্রেজারার পদে অ্যাডভোকেট ইমাম হোসেন, সদস্য পদে অ্যাডভোকেট কাজী আক্তার হোসেন, ওসমান চৌধুরী, রাশিদা আলিম ঐশী ও সৈয়দা শাহীন আরা লাইলী।

ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ২০০৮ সালে নোয়াখালী-১ (সোনাইমুড়ি-চাটখিল) আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। বর্তমানে বিএনপির যুগ্ম-মহাসচিবের পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিবের দায়িত্ব পালন করছেন তিনি।

মাহবুব উদ্দিন খোকন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। ইউনিভার্সিটি অব অলফ থেকে এলএলবিতে অনার্স ও লিংকন ইন লন্ডন থেকে বার এল ল’ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে (বার) তালিকাভুক্ত (এনরোলড) হন তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সকালে এই ৫ পানীয় পান করলেই সুন্দর হবে চুল May 07, 2024
img
সোনার দাম ভরিতে বাড়ল সাড়ে ৪ হাজার টাকা May 07, 2024
img
৪ বছরের মধ্যে ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা নিয়ে এলো ভিভো ভি৩০ লাইট May 07, 2024
img
রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের May 07, 2024
img
কুষ্টিয়ায় বেঙ্গল টোব্যাকো গোডাউনে অভিযান: রাজস্ব ফাঁকির অভিযোগ May 07, 2024
img
উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী May 07, 2024
img
বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফের এক সন্ত্রাসী নিহত, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার May 07, 2024
img
ব্র্যাক ড্রাইভিং স্কুল-এর প্রশিক্ষণ উন্নয়নে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা May 07, 2024
img
ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারীদের প্রতি সিইসির কঠোর হুঁশিয়ারি May 07, 2024
img
ইউটিউব ট্রেন্ডিংয়ে কোক স্টুডিও বাংলা, ফের সমালোচনা May 07, 2024