খুলনায় দিনব্যাপী ‘অবরুদ্ধ সময়ের কবিতা’  

খুলনায় ‘অবরুদ্ধ সময়ের কবিতা’ নামে দিনব্যাপী কবিতার পাঠের আসরের আয়োজন করা হয়েছে। এতে কবিতা পাঠ করেছেন প্রায় অর্ধশত তরুণ কবি।

শনিবার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা শহরের স্থানীয় কবিদের উদ্যোগে এই আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত কবিরা এই অনুষ্ঠানে যোগ দেন।

এসময় বক্তারা বলেন, মানুষ যখন কথা বলতে পারে না, কথা ভুলে যান, কবিরা তখন ফুঁসে ওঠেন। কবিতার শব্দ ঝাঁঝালো হয়ে ওঠে। কবিরাই কবিতায় কবিতায় দেশ থেকে অন্ধকার তাড়ানোর জন্য মশাল জ্বালান। কবিতা মানুষের মধ্যে সাহস জোগায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক হাসান ফকরী। স্বাগত বক্তৃতা করেন অনুপ সাদি। এছাড়াও আলোচনায় অংশ নেন এহসান হাবিব, শামীম আশরাফ লিটু, সাঈদ বিলাসসহ আরও অনেকে।

 

টাইমস/এইচইউ

Share this news on: