বিইউএফটি-এনআরবি জবস ক্যারিয়ার ফেস্ট শনিবার  

 

শিক্ষার্থীদের চাকরির সুযোগ সৃষ্টি করা এবং শিল্প-কারখানাগুলোর সাথে সেতুবন্ধন স্থাপনে সহায়তা করার জন্য ‘জবস ক্যারিয়ার ফেস্টে’র আয়োজন করা হয়েছে।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এবং চাকরি সংক্রান্ত ওয়েব পোর্টাল এনআরবি জবস যৌথভাবে এই ফেস্টের আয়োজন করেছে।

শনিবার সকাল ১০টায় বিইউএফটি সেমিনার কক্ষে দুইদিনব্যাপি এই ফেস্টের উদ্বোধন করা হবে।

প্রায় ৩০টি কোম্পানি ক্যারিয়ার ফেস্টটিতে অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ক্যারিয়ার ফেস্টটি।

আয়োজকরা জানিয়েছেন, ক্যারিয়ার ফেস্টে সংশ্লিষ্ট শিল্প-কারখানার আওতাভুক্ত কোম্পানি তাদের প্রতিষ্ঠানের জন্য চাকরির অফার নিয়ে আসবে।

বিইউএফটি থেকে স্নাতকধারী ও স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সিভি সংগ্রহ করা হবে। পরবর্তীতে সংগ্রহ করা সিভি অংশগ্রহণকারী কোম্পানিগুলোর নিকট একটি শর্টলিস্ট-এর জন্য পাঠানো হবে।

এছাড়া প্রতিটি কোম্পানির জন্য ফেয়ারের পরের দিন শর্টলিস্ট করা আবেদনকারীদের স্পট ইন্টারভিউ এর আয়োজন করা হবে।

ফেয়ারটি শিক্ষার্থীদের জন্য চাকরির সুযোগকে আরও বেশি সুপ্রশস্ত করবে বলে মনে করছেন আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি এর বোর্ড অব ট্রাস্টি-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুজাফ্ফর উদ্দিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন এনআরবি জবস লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর জনাব এম.ই. চৌধুরী শামিম, এনআরবি জবস লিঃ এর হেড অব বিজনেস জনাব নাহিদ ফেরদাউস অনি, বিশার্প এর প্রেসিডেন্ট নুর এ. খান এবং এনভয় গ্রুপের ফ্যাক্টরি হেড।

 

টাইমস/জেডটি

 

Share this news on: