অভিনয় তারকাজুটির কন্যা যখন গায়িকা (ভিডিও)  

 

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় জুটি নাঈম ও শাবনাজ। নব্বই দশকে এই জুটির সিনেমা ছিল সিনেপাড়ার দর্শকদের পছন্দের শীর্ষে। তবে এক সময় চলচ্চিত্র থেকে গাঁ ঢাকা দেন তারা। এরপর থেকে তেমন কোনো খবরে পাওয়া যায়নি তাদের।

তবে সম্প্রতি আবারো খবরের শিরোনাম হলো নাঈম-শাবনাজ জুটির পরিবার। কারণ, তাদের ছোট কন্যা মাহাদিয়া। সম্প্রতি গানের ভুবনে অনুপ্রবেশ ঘটল তার।

নিজের ইউটিউব চ্যানেলে দুটি গানের ভিডিও প্রকাশ করেছেন মাহাদিয়া। নিউজিল্যান্ডের জনপ্রিয় গায়িকা লর্ডের রয়্যালসের গাওয়া একটি গান ও উপমহাদেশের প্রখ্যাত গায়িকা আশা ভোঁশলের গাওয়া ‘যেতে দাও আমায় ডেকো না’, এই দুটি গানে কণ্ঠ দিয়েছেন মাহাদিয়া।

এদিকে, ছোটবেলা থেকে গান বেশ পছন্দ এই গায়িকার। বাংলাদেশ টাইমস প্রতিনিধির সঙ্গে গান প্রসঙ্গে মুঠোফোনে আলাপকালে মাহাদিয়া বলেন, সে পছন্দ থেকে শাস্ত্রীয় সংগীত ও গজলে তালিম নিচ্ছি।

এছাড়া নজরুল সংগীতের ওপরও ভালো দখল রয়েছে তার। তবে পছন্দের মধ্যে ইংরেজি গান গাইতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি, শুনেনও বেশি। মাহাদিয়ার বাবা-মা ছিলেন এক সময়ের সুপারহিট অভিনয় তারকা। অভিনয়ে যাদের অনেক সুনাম ও সুখ্যাতি।

মাহাদিয়াও পারতেন অভিনয় করতে তবে তিনি তা না করে সরব হলেন গানের ভুবনে। এমনটি কেন? সে উত্তরে গায়িকা (মাহাদিয়া) বলেন, গানের বিষয়টি আমাদের বংশগত। আমার পরিবারের সবাই গান বেশ পছন্দ করেন। বিশেষ করে বাবা অনেক ভালো গান জানেন আর শোনেন।

পরিবারে দাদি আর ফুফুরাও দারুণ গানপ্রিয়। তবে গানে আসার বিষয়ে আমার বোন ও বন্ধুদের অনুপ্রেরণাই ছিল বেশি। তাদের অনুপ্রেরণায় মূলত উৎসাহিত হয়েছি।

এদিকে, মাহাদিয়ার ইউটিউবে গান প্রকাশ পাওয়ার পর ভীষণ উচ্ছ্বসিত তাদের পরিবার। মেয়ের প্রসঙ্গে কথা বলেছেন মা শাবনাজও। তিনি বলেন, নাঈমের (স্বামীর) খুব ইচ্ছে তাদের ছোট মেয়ে গান গাইবে। বলতে গেলে সে ইচ্ছার প্রতিফলন হতে যাচ্ছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।

মাহাদিয়ার কণ্ঠে আশা ভোঁশলের গাওয়া ‘যেতে দাও আমায় ডেকো না’ ভিডিও

 

নিউজিল্যান্ডের জনপ্রিয় গায়িকা লর্ডের রয়্যালসের গাওয়া গানটি দেখুন মাহাদিয়ার কণ্ঠে

 

টাইমস/জেডআই/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
ইউসিবির সঙ্গে একীভূত না হওয়ার সিদ্ধান্ত ন্যাশনাল ব্যাংকের Apr 28, 2024
img
চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা Apr 28, 2024
img
ঢাকা-রাজশাহীসহ ৫ জেলায় সোমবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ Apr 28, 2024
রহস্যময় MKS-ব্যাট দিয়ে খেললেই ব্যাটাররা পাবে বেশি বেশি চার-ছক্কার দেখা! Apr 28, 2024
টায়ার থে'রাপিতে তৈরি হচ্ছেন পেসার নাহিদ রানা Apr 28, 2024
img
পদ্মা সেতুতে দেড় হাজার কোটি টাকা টোল আদায়ের মাইলফলক Apr 28, 2024
তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় অসন্তুষ্ট অভিভাবকরা Apr 28, 2024
অপু, বুবলিকে বাদ দিয়ে কবে কখন তৃতীয় বিয়ে করছেন শাকিব খান ? Apr 28, 2024
হাথুরুর আমলে টিকতে পারবেন তো নতুন স্পিন কোচ মুশতাক আহমেদ? Apr 28, 2024
img
এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ১৬৮ কোটি ডলার Apr 28, 2024