আনেলিস মারি ফ্রাঙ্ক ১৯২৯ সালের ১২ জুন জার্মানির ফ্রাঙ্কফুর্টে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আনা ফ্রাঙ্ক নামেই অধিক পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তার লেখা ডাইরির জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন।
‘দ্য ডাইরি অব অ্যা ইয়ং গার্ল’ শিরোনামের ডাইরিটি ৭০টিরও বেশি ভাষায় অনূদিত হয় এবং সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় অবস্থান করে নেয়। এছাড়াও অনেক চলচ্চিত্র ও নাটকের মূল বিষয়বস্তু তার ডাইরি থেকে নেয়া হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪২ সালে নাৎসি দখলকৃত নেদারল্যান্ডসে আনা ফ্রাঙ্ক ও তার পরিবারের ২ বছর আত্মগোপনের ঘটনাই উঠে এসেছে তার ডায়েরিতে। এই ডায়েরিতে আরও উঠে এসেছে হিটলারের সময়ে ইহুদিদের সেই করুণ পরিণতি।
১৯৪৪ সালে আনা পরিবারসহ নাৎসি বাহিনীর হাতে ধরা পড়েন এবং তাদেরকে হিটলারের বার্গেন-বেলজান কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়।
তিনি মাত্র ১৫ বছর বয়সে ১৯৪৫ সালের ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে কনসেন্ট্রেশন ক্যাম্পে টাইফাসে আক্রান্ত হয়ে মারা যান। আনা মারা গেলেও তার ডায়েরি পরিণত হয় এক অমূল্য ইতিহাসে।
তার একটি উক্তি-
“দান করে কেউ দরিদ্র হয় না।”