শেষ ম্যাচের আগে কোচ বললেন, ‘প্রস্তুতি ভালো হয়নি’

বিপিএল শেষ না হতেই শুরু হয়েছিল বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন। ৭ তারিখের ফাইনাল শেষে ২০ তারিখে প্রথম ম্যাচ। বাকি সব দেশ যখন ওয়ানডে সিরিজ দিয়েই নিজেদের মানিয়ে নিয়েছে ৫০ ওভারের ক্রিকেটের জন্য। তখন বাংলাদেশের ভরসা হয়ে ছিল ২০ ওভারের সেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

যে কারণে খুব বেশি অনুশীলনের সুযোগ পায়নি টাইগাররা। নিজের মাঝে মিরপুরে ক্লোজ ডোর অনুশীলনই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি পর্ব। আর সেটা যে খুব একটা কাজে লাগেনি তাও এতক্ষণে বুঝে নিয়েছেন সবাই। আজ নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামবে টাইগাররা। তার আগে দলের সিনিয়র সহকারী কোচ জানালেন প্রস্তুতি ভালো না হওয়ার কথা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রস্তুতি ঘাটতির কথা উল্লেখ করে কোচ সালাহউদ্দিন বলেন, ‘আমি শুধু এতটুকু বলব আমাদের হয়ত প্রস্তুতিটা খুব ভালো হয়নি। আমি মনে করি এটা একটা বড় ধরনের ফ্যাক্টর ছিল। আসলে অজুহাত দিতে চাই না। কারণ আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসবেন তখন আপনাকে তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে। আপনি হয়ত টেস্ট খেলবেন, সাথে আপনাকে টি-টোয়েন্টি, ওয়ানডেতেও খেলতে হতে পারে।'

দ্রুতই ওয়ানডেতে মানিয়ে নেয়া দরকার ছিল উল্লেখ করে সালাউদ্দিন বলেন ‘এটা কোন অজুহাত না। আমি অজুহাতও দিতে চাই না। দ্রুতই মানিয়ে নেয়া দরকার ছিল, এই জায়গায় বড় মিস হয়ে গেছে। একটা সংস্করণ থেকে অন্য একটা সংস্করণে কীভাবে যে মানিয়ে নিতে হয় এগুলোর যে মানসিক দিক আছে সেগুলো তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে। তাহলে এ পর্যায়ে আমাদের ভালো হবে।’

অন্যদের সঙ্গে নিজেদের প্রস্তুতির পার্থক্য দেখিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আপনি যদি দেখেন এই টুর্নামেন্ট খেলতে আসার আগে তারা যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছে। তারা এসেছে একটা ত্রিদেশীয় সিরিজ খেলেছে, পাকিস্তানে এসে যদি ত্রিদেশীয় সিরিজ খেলতাম সেখানে একটা প্রস্তুতির বিষয় আছে। ভারত, ইংল্যান্ডও কিন্তু তারা ৫০ ওভারের প্রস্তুতি নিয়েছে।আমরা কিন্তু সেই প্রস্তুতি নিয়ে আসতে পারিনি।’

এরপরেই বোর্ডের পরিকল্পনার বিষয়টিও সামনে আনেন দেশের অন্যতম সেরা এই কোচ, ‘আমরা একটা বিপিএল খেলার পরই দুদিন পর ফ্লাই করেছি। প্রস্তুতি একটা বড় ব্যাপার। পরিকল্পনাটা কীভাবে করবেন এটা শুধু খেলোয়াড় না, আমরা যারা ম্যানেজমেন্টে আছি তাদেরও সেভাবে চিন্তা করতে হবে। যারা বোর্ডে আছে তাদেরকেও সেভাবে চিন্তা করতে হবে।’

Share this news on:

সর্বশেষ

"উনি সবার জন্য চেতনা" Feb 27, 2025
আউটসোর্সিং কর্মীরা রাস্তায় কেন? Feb 27, 2025
হঠাৎ ভোর বেলায় কেন থানায় গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 27, 2025
img
দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের আহ্বান খালেদা জিয়ার Feb 27, 2025
img
দোসররা গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে রাখতে চাইছে: প্রেস সচিব Feb 27, 2025
অবশেষে ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিলেন জেলেনস্কি Feb 27, 2025
img
"শিক্ষার্থীদের মারধরে জড়িতদের বিচার করতে হবে" Feb 27, 2025
ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছে হুম্মাম কাদের । সরাসরি... Feb 27, 2025
বিএনপির বর্ধিত সভা চলছে, ভার্চুয়ালি বক্তব্য রাখলেন খালেদা জিয়া ও তারেক রহমান Feb 27, 2025
img
আরো ফিলিস্তিনি বন্দী মুক্তির পাশাপাশি ইসরাইলিদের মৃতদেহ হস্তান্তর Feb 27, 2025