গণঅভ‍্যুত্থান না ঘটলে হয়তো আয়নাঘরেই মরতে হতো : বিএনপি নেতা বাবু

নবগঠিত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু দাবি করেছেন, দলের দুঃসময়ে পাশে থাকার কারণে তাকে শেখ হাসিনার নির্দেশে 'আয়নাঘরে' নেওয়া হয়েছিল।

তিনি বলেন, "বিএনপির কেন্দ্রীয় নেতাদের সবসময় খোঁজ-খবর নিয়েছি। দলের কঠিন সময়ে পাশে থাকার চেষ্টা করেছি। এ কারণেই আমাকে আয়নাঘরে নেওয়া হয়েছিল। যদি ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান না হতো, তাহলে হয়তো আমি সেখানেই মারা যেতাম।"

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা উচ্চ বিদ্যালয়ের মাঠে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই গণসংবর্ধনার আয়োজন করে।

এ সময় আবেগ আপ্লুত প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি আমি আজন্ম কৃতজ্ঞ। তারা আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছেন, আমি সেটা নীতি এবং নৈতিকতার সঙ্গে ধরে রাখব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবগঠিত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, হোসেন মোহাম্মদ মন্ডল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, উত্তর জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট সারোয়ার জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ প্রমুখ। 

এর আগে এই সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে দলে দলে অংশগ্রহণ করে। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ‍্য দিয়ে এই গণসংবর্ধনার সমাপ্তি ঘটে। 

Share this news on:

সর্বশেষ

img
শিক্ষার্থীদের মারধরে জড়িতদের বিচার করতে হবে Feb 27, 2025
ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছে হুম্মাম কাদের । সরাসরি... Feb 27, 2025
বিএনপির বর্ধিত সভা চলছে, ভার্চুয়ালি বক্তব্য রাখলেন খালেদা জিয়া ও তারেক রহমান Feb 27, 2025
img
আরো ফিলিস্তিনি বন্দী মুক্তির পাশাপাশি ইসরাইলিদের মৃতদেহ হস্তান্তর Feb 27, 2025
img
২০২৭ থেকে ২৯ সালের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ : মমতা Feb 27, 2025
img
আবরার হত্যা মামলার আসামিপক্ষে আর লড়বেন না শিশির মনির Feb 27, 2025
img
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে টস বিলম্ব, খেলা হওয়ার সম্ভাবনা কম Feb 27, 2025
img
সেনাপ্রধানের বক্তব্য নিয়ে যে মন্তব্য করলেন উপদেষ্টা Feb 27, 2025
img
এক দফা এক দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা Feb 27, 2025
img
স্যার আমাকে প্রভা আপুর ভিডিও দেখিয়েছে: মিষ্টি জান্নাত Feb 27, 2025