জাপানে দাবানলে পুড়ে গেছে ভবন, লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ

জাপানের উত্তরাঞ্চলে দাবানলে ৮০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, আগুন নেভাতে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। টোকিও থেকে এএফপি এখবর জানায়।

ইওয়াতে অঞ্চলের ওফুনাতোর বনাঞ্চলে জ্বলন্ত আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় পৌর কর্তৃপক্ষ জানায়, আশেপাশের প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
নগর কর্মকর্তারা অনুমান করেছেন যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগুনে কমপক্ষে ৮৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেল্ফ ডিফেন্স ফোর্স আকাশ থেকে আগুন নেভানোর চেষ্টা করছে।

বুধবার সন্ধ্যায় ওফুনাতোর মেয়র কিয়োশি ফুচিগামি আগুনকে "বড় আকারের" বলে বর্ণনা করে বলেন, প্রায় ৬০০ হেক্টর জমি পুড়ে গেছে।
তিনি আরও বলেন, এখনও আগুনের কারণ জানা যায়নি।

২০২৩ সালে জাপান জুড়ে প্রায় ১,৩০০টি দাবানল ঘটেছিল, যা ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ঘনীভূত ছিল।
এসময় বাতাসের আদ্রতা কমে যায় এবং প্রবল বাতাস বইতে থাকে।

ফুচিগামি বলেন, সর্বশেষ ইওয়াতে আগুনের ক্ষেত্রে, পশ্চিম দিক থেকে "প্রবল বাতাস" একই এলাকায় ছোট ছোট দাবানলের একটি সিরিজ ছড়িয়ে দিতে সাহায্য করেছিল।’

৪৫ বছর বয়সী একজন উদ্বাস্তু মহিলা, এনএইচকে চ্যানেলকে বলেন, কাজ থেকে ফিরে আসার সময় আগুন তার বাড়ির দিকে এগিয়ে আসছিল।
তিনি বলেন, ‘আমি স্বস্তি পেয়েছি যে আমার বাচ্চারা নিরাপদে আছে।’

৩২ বছর বয়সী আরেকজন পুরুষ বলেন, ‘এত দ্রুত ধারাবাহিকভাবে আগুন লাগার ঘটনা আমার প্রথম দেখা।’

Share this news on: