প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক করলেন ডনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের মন্ত্রী না হলেও সেই বৈঠকে দেখা গেল তার ঘনিষ্ঠ বন্ধু ও ধনকুবের ইলন মাস্ককে। যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেয়ার এক মাস পেরিয়ে গেলেও এতদিন মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেননি তিনি।
ট্রাম্পের মনোনয়ন দেয়া বেশিরভাগ মন্ত্রী ইতোমধ্যে কংগ্রেসের অনুমোদন পেয়েছে। স্থানীয় সময় ২৬ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। নিজেই সে বৈঠকের ভিডিও প্রকাশ করেছে ট্রুথ সোশ্যালে। সেখানেই তার পাশে দেখা যায় নবগঠিত সরকারি কর্মদক্ষতা দফতর-ডিওজিই’র প্রধান ইলন মাস্ককে।
বৈঠক শেষে ট্রাম্প জানান, ফলপ্রসু একটি বৈঠক ছিল। বলেন, ‘আমরা সবাই মিলে দারুণ একটি বৈঠকে সমবেত হয়েছিলাম। আমাদের শুরুটা বেশ সাফল্যের সাথে হয়েছে এবং এটি অনেক বছর চলমান থাকবে।’
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, ডিওজিই প্রধান হিসেবে মাস্ককে একজন ‘বিশেষ সরকারি কর্মকর্তা’ হিসেবে গন্য করা হয়। কেবল তাই নন তিনি ‘প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা’ হিসেবেও বিবেচিত। এ কারণে সুনির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব বা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব না থাকা সত্ত্বেও মন্ত্রিসভার বৈঠকে নিয়মিত যোগ দেবেন মাস্ক।
মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্পও জোর দিয়ে বলেন, ‘মন্ত্রিসভার সব সদস্য ইলন মাস্কের কাজে অত্যন্ত খুশি। তার সহযগিতায় যুক্তরাষ্ট্র দ্রুত উন্নতি করবে। মন্ত্রিসভার বৈঠকে থাকা মিডিয়াও এটি দেখতে পাবে।’