নৌকাডুবিতে মা-বাবা হারানো দিপুর দায়িত্ব নিলেন জামায়াত আমির

২০২২ সালে পঞ্চগড়ের করতোয়া নদীতে ভয়াবহ নৌকাডুবিতে মা-বাবাকে হারানো শিশু দিপু রায়ের পড়াশোনা ও অন্যান্য ব্যয়ের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) তিনি আবারও পঞ্চগড় সফর করেন এবং দিপুর দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে জনসভায় এদিন বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় বক্তৃতাও করেন তিনি।

এ সময় জামায়াত আমির ঘোষণা দেন, যতদিন পর্যন্ত দিপু সাবালক না হবে, ততদিন তার সব ধরনের ভরণ-পোষণের দায়িত্ব জামায়াতে ইসলামী গ্রহণ করবে।

২০২২ সালে পঞ্চগড়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় হিন্দু সম্প্রদায়ের নিহত ৭২ জনের পরিবারের সদস্যদের উদ্দেশে জামায়াত আমির বলেন, তোমাদের আমরা আমাদের পরিবারের সদস্য হিসেবে ধারণ করলাম। যতদিন বেঁচে থাকি, সেই ফিলিংস নিয়ে বেঁচে থাকব ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।

এ সময় তিনি নৌকাডুবির শিকার এক পরিবারের দুই শিশুর সাবালক হওয়ার আগ পর্যন্ত পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানান তিনি।

Share this news on: