আগামী আইপিএল সামনে রেখে দিল্লি ক্যাপিটালস তাদের মেন্টর হিসেবে কেভিন পিটারসেনকে নিয়োগ দিয়েছে।
হেড কোচ হেমাং বাদানি, ডিরেক্টর অব ক্রিকেট ভেনুগোপাল রাও, সহকারী কোচ ম্যাথু মট ও বোলিং কোচ মুনাফ প্যাটেলকে নিয়ে গড়া নতুন চেহারার কোচিং স্টাফ দলে যোগ দিচ্ছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। গত মৌসুম শেষে রিশাভ পান্তকে ছেড়ে দেওয়ার পর এখনও তারা নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি।।
২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত আইপিএলে খেলেছেন পিটারসন। তিনটি দলে খেলেছেন তিনি। তার মধ্যে দিল্লি অন্যতম। ২০১৪ সালে দিল্লির অধিনায়ক ছিলেন। কিন্তু অধিনায়ক হিসেবে তার পারফরম্যান্স ভালো নয়। সেই আসরে পিটারসনের নেতৃত্বে ১৪টি ম্যাচ খেলে মাত্র দুটি জিতে পয়েন্ট তালিকার তলানিতে ছিল দিল্লি।
দিল্লির অন্যতম মালিক জিএমআর গোষ্ঠীর সঙ্গে ভালো সম্পর্ক পিটারসনের। গত বছর হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাবের মালিকানা কেনে জিএমআর গোষ্ঠী। সেই দল কিনে দিতে বড় ভূমিকা পালন করেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।
দিল্লি ক্যাপিটালসের যৌথ মালিকানা রয়েছে জিএমআর ও জিএসডব্লিউ গোষ্ঠীর হাতে। গত মৌসুমের পর তাদের মধ্যে একটি চুক্তি হয়েছে। ২০২৭ সাল পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের পুরুষদের দল চালাবে জিএমআর গোষ্ঠী। জিএসডব্লিউ গোষ্ঠী চালাবে মহিলাদের আইপিএল দল। জিএমআর গোষ্ঠীর সঙ্গে ভালো সম্পর্কের কারণেই হয়তো এবার মেন্টরের দায়িত্ব পেয়েছেন পিটারসন।
আইপিএলের বাইরে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন পিটারসন। সব মিলিয়ে ২০০টি টি-টোয়েন্টি খেলে ৫৬৯৫ রান করেছেন তিনি। আইপিএলের পাশাপাশি ইংল্যান্ডের হয়েও ১৫টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন পিটারসন।
আসন্ন আসরের আগে পুরো কোচিং প্যানেল বদলে ফেলেছে দিল্লি। প্রধান কোচ করা হয়েছে হেমঙ্গ বাদানিকে। সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন ম্যাথু মট। বোলিং কোচ করা হয়েছে মুনাফ প্যাটেলকে। দলের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব পেয়েছেন বেণুগোপাল রাও। আর এবার মেন্টর হলেন পিটারসন।