পান্তের হাত থেকে ব্যাট উড়ে যায় কেন ?

ব্যাট করার সময় ঋষভ পান্তের হাত থেকে অনেক সময়ই ব্যাট ছিটকে যায়। আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে। তিনি ব্যাট করার সময় তাই সতর্ক থাকতে হয় প্রতিপক্ষ দলের ফিল্ডারদেরও! কেন এমন হয় বার বার? এবার নিজেই কারণ জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

মূলত আগ্রাসী মেজাজে ব্যাট করার জন্যই অনেক সময় হাত থেকে ব্যাট ছিটকে যায় পান্তের। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এক সাক্ষাৎকারে পান্ত বলেছেন, 'আমার ক্ষেত্রে এমন অনেক বারই হয়েছে। মনে হয় নীচের হাতে (বাঁ হাত) ব্যাটের হাতল আলতো করে ধরি। আমি মূলত নীচের হাতটাকে সহায়ক হিসাবে ব্যবহার করার চেষ্টা করি।'

'অনেক সময় নীচের হাতটা একটু বেশি সক্রিয় হয়ে ওঠে ব্যাট করার সময়। তাই উপরের হাত (ডান হাত) দিয়ে ব্যাটের হাতল তুলনায় শক্ত ভাবে ধরি। আগ্রাসী ব্যাটিং করতে গেলেই সাধারণত এই সমস্যা হয়। খাটো লেংথের বল খেলতে কিছুটা সমস্যা হয় পান্তের।

তিনি বলেন, 'বলের লেংথ খাটো হলে বা লাইন বাইরের দিকে থাকলে মারতে সমস্যা হয়। বিশেষ করে এগিয়ে খেলতে গেলে। শটটা হয়তো ৩০ বা ৪০ শতাংশ ঠিক হয়। তবে সবটাই নির্ভর করে ম্যাচের পরিস্থিতির উপর। কতটা ঝুঁকি নেওয়া প্রয়োজন, তা বিবেচনা করে আগ্রাসী হই।'

তবে এটা কখনোই ইচ্ছাকৃত ভাবে করেন না পান্ত। তিনি বলেন, 'হয়তো মনে হয় আমি ব্যাট ছুড়ে দিচ্ছি। ইচ্ছাকৃত করি না। সংশ্লিষ্ট বলটা থেকে যত সম্ভব বেশি রান করার লক্ষ্য থাকে। বেশির ভাগ ক্ষেত্রে মাঠের বাইরে বল পাঠানোর চেষ্টা করি। আগ্রাসী ভাবে সেটা করতে গিয়েই হাত থেকে ব্যাট পিছলে যায়। অনেক বার আমার মাথাতেও ব্যাট লেগেছে। চার বা ছয় মারাই একমাত্র লক্ষ্য থাকে। ব্যাট হাতে থাকল কি না, তা নিয়ে তখন ভাবি
না।'

এমআর/টিএ

Share this news on:

সর্বশেষ

৫ তারিখে সফল না হলে কী পরিকল্পনা ছিল আসিফ-নাহিদদের? Mar 22, 2025
বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি নাহিদের Mar 22, 2025
আওয়ামী লীগের বিচার প্রশ্নে যা বললেন নাহিদ ইসলাম Mar 22, 2025
জরুরী সংবাদ সম্মেলন ডেকে যা বললেন নাহিদ ইসলাম Mar 22, 2025
img
এই সময়ে কেন রাজনৈতিক বক্তব্য দিলেন না পার্থ? Mar 22, 2025
নানামুখী সংকটে ধুঁকছে তৈরি পোশাক রপ্তানিসহ শিল্পখাত Mar 22, 2025
'ক্যান্টনমেন্ট থেকে' আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে, অ'ভি'যো'গ হাসনাত আব্দুল্লাহ'র Mar 22, 2025
নির্বাচনের সময় নিয়ে কি ভাবছে নাগরিক পার্টি? Mar 22, 2025
ছোট ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা শাকিবের Mar 22, 2025
img
ঢাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দুজন নিহত Mar 22, 2025