মালিবাগে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, নারী পুলিশ কর্মকর্তাসহ আহত ২  

রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তা ও এক রিকশাচালক আহত হয়েছেন।

রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ট্রাফিক পুলিশের এএসআই রাশেদা আক্তার বাবলী (২৮) ও রিকশাচালক লাল মিয়া (৫০)। তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

রাশেদা আক্তার জানান, তিনি মালিবাগ মোড়ে ডিউটিতে ছিলেন। ডিউটিস্থলের ওখানে একটি পুলিশ ভ্যানও পার্কিং করে রাখা ছিল। এ সময় হঠাৎ একটা ককটেলের বিস্ফোরণ ঘটে। ককটেলের স্প্লিন্টার ওই পুলিশ কর্মকর্তার পায়ে আঘাত হানে।

ককটেল বিস্ফোরণে একই সময় লাল মিয়া নামে একজন রিকশাচালকও আহত হন। ওই রিকশাচালকের শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টার ঢুকেছে।

আহত পুলিশ কর্মকর্তা রাশেদা আক্তার জানান, পুলিশ ভ্যানকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছিল। লক্ষ্যভ্রষ্ট হয়ে ককটেলটি আমাদের কাছে বিস্ফোরিত হয়। তবে কে বা কারা ককটেল ছুড়েছে তা দেখা যায়নি বলেও জানান আহত এ পুলিশ কর্মকর্তা।

ঢাকা পূর্ব ট্রাফিক পুলিশের সার্জেন্ট এনামুল হক জানান, আমাদের সহকর্মী হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত রিকশাচালককেও আনা হয়েছে। তিনিও চিকিৎসা নিচ্ছেন।

 

টাইমস/জেডটি

Share this news on: