খাদ্যের মতো রাজনীতিতেও ভেজাল ঢুকেছে: নাসিম  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, খাদ্যের মতো রাজনীতিতেও ভেজাল ঢুকে পড়েছে। এসব ভেজালমুক্ত করতে হবে। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায়। তাই এখানেও কিছু ভেজাল প্রবেশ করেছে। নব্য আওয়ামী লীগারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় ভেজাল ও মাদকবিরোধী আন্দোলন আয়োজিত ‘নিরাপদ খাদ্য ও আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেমিনারে লিখিত বক্তব্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, পরিবেশ বাঁচাও আন্দোলন এক গবেষণায় বলছে, শুধু ভেজাল খাদ্য গ্রহণের ফলে দেশে প্রতি বছর ৩ লাখ লোক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা দেড় লাখ। আর কিডনি রোগে আক্রান্তের সংখ্যা ২ লাখ। নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তায় ২০১৩ সালে আইন করা হয়েছে। তবে মনিটরিং সেল নেই বলে আমরা নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি।

ভেজাল ও মাদকবিরোধী আন্দোলনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এসকে শিকদার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি আবুল খায়ের প্রমুখ।

 

টাইমস/টিআর/জেডটি

Share this news on: