চট্টগ্রামের জেলা প্রশাসকের নামে চাঁদা দাবি!  

 

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নাম ব্যবহার করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাছে টাকা দাবি করা হচ্ছে।

সোমবার জেলা প্রশাসনের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে এ বিষয়টি জানানো হয়েছে।

ফেসবুক পেজের স্ট্যাটাসে বলা হয়, ‘জেলা প্রশাসক, চট্টগ্রামের নামে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাছে আর্থিক অনুদান চাওয়া হচ্ছে বলে আমাকে জানানো হয়েছে। এটি একটি দুষ্কৃতকারী চক্রের কাজ। আপনারা এ ধরনের ফোনে বিভ্রান্ত হয়ে কোনও লেনদেন করবেন না।’

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, ‘এ ধরনের ঘটনা শুধু আমার সঙ্গে নয়, সারা দেশে পদস্থ কর্মকর্তাদের নামে ফোন করে দুষ্কৃতকারীরা মানুষকে বিভ্রান্ত করছে। সম্প্রতি দুষ্কৃতকারীরা চট্টগ্রামের কিছু শিল্প প্রতিষ্ঠানের মালিকের কাছে আমার নামে ফোন করে টাকা দাবি করেছে। বিষয়টি জানার পর আমি স্ট্যাটাস দিয়ে সবাইকে সতর্ক করে দিয়েছি।

তিনি বলেন, যে মোবাইল নম্বর থেকে কল করা হয়েছিল তা বন্ধ পাওয়া যাচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ