‘সিংহাম ৩’র এক দৃশ্যের খরচ ৫০ কোটি রুপি!  

ভারতের স্বনামধন্য পরিচালক রোহিত শেঠি এবার অজয়কে নিয়ে নতুন আরেকটি সিনেমা বানাতে যাচ্ছেন। নাম ‘সিংহাম ৩’। অবাক করার মত হলেও সত্যি যে, এই ছবিতে নাকি একটি দৃশ্য ধারণের জন্য রোহিত ৫০ কোটি রুপি খরচ করছেন।

এর আগে, অজয় দেবগণ ও রোহিত শেঠি মিলে অনেকগুলো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। প্রত্যেকটা ছবি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। তারই ধারাবাহিকতায় এবার এই ধরনের সাহস করেছেন রোহিত।

সম্প্রতি পরিচালকের একজন ফ্যান তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করেন, অজয়ের সঙ্গে তিনি আবার কবে কাজ করবেন? উত্তরে রোহিত বলেন, শিগগির এই নায়কের সঙ্গে কাজ নিয়ে হাজির হচ্ছেন তিনি। তবে একটি নয়, দুই দুটি সিনেমার কাজ একসঙ্গে আসবে এবার। এরই মধ্যে ছবি দুটির কাজ শুরু হয়েছে। একটি হল, ‘সিংহাম ৩’ অপরটি ‘গোলমাল ৩’। এই দুটি ছবির পরিচালক রোহিত শেঠি ও নায়ক অজয় দেবগন।

এদিকে, এই পর্যন্ত রোহিত শেঠির আটটি ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগন। এর মধ্যে পাঁচটি ছবি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। এমনকি এই পাঁচ সিনেমা ১০০ কোটির বেশি আয় করতে সক্ষম হয়। এর মধ্যে, ২০১৭ এ মুক্তি পাওয়া ‘গোলমাল এগেইন’ একাই আয় করেছে ২০৫ কোটি। এছাড়া ২০১৪ তে ‘সিংগাম রিটার্নস’ আয় করেছে ১৩৯ কোটি। একই বছর তাদের ‘গোলমাল ৩’ আয় করেছে ১১০ কোটি।

তাছাড়া ২০১২ সালে এই দুজনের মুক্তি পাওয়া ছবি ‘বল বচ্চন’ আয় করেছে ১০০ কোটি। ২০১১ তে ‘সিংগাম’ আয় করেছে ১০১ কোটি।

তবে সবকিছুকে ছেড়ে যাবে ‘সিংহাম ৩’। এমনটা মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা। কারণ, এর আগের ছবিগুলোতে যে পরিমাণ অর্থ ব্যয় করেছেন রোহিত শেঠি, এই ছবির তুলনায় তা কিছুই নয়। এতে নাকি একটি সিনের জন্য তিনি অজয়ের পেছনে ব্যয় করছেন ৫০ কোটির বেশি। যেখানে ভারতের একটি সিরিয়ালে ১৫ মিনিটে খরচ হয় মাত্র ২ লাখ। আর হলিউডের একটি সিনের খরচ হয় ১০০ কোটির মত। সেখানে বলিউডের একটি সিনেমায় অজয়ের পেছনে ৫০ কোটি রুপি!

আসলে রোহিত এই ছবিতে অজয় কে নিয়ে কী বানাতে চাইছেন, তা এখন সকলের দেখার ইচ্ছা।

 

টাইমস/জেকে/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
মিথিলা হাতে উঠলো ভারতের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার May 04, 2024
img
আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম May 04, 2024
img
মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী May 04, 2024
img
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন May 04, 2024
img
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার May 04, 2024
img
আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে যারা May 04, 2024
img
শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা, ৬ ট্রেনের যাত্রা বাতিল May 04, 2024
img
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী May 04, 2024
img
শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী May 04, 2024
img
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস May 04, 2024