বিয়ের একদিন পর নববধূকে রেখে উধাও সেই বরের খোঁজ মিলেছে  

টাঙ্গাইলের সখীপুরে বিয়ের একদিন পর উধাও হওয়া আহসান হাবীব রোমান নামের সেই বরের খোঁজ মিলেছে। পালিয়ে যাওয়ার তিনদিন পর নিজ থেকেই তিনি বাড়িতে যোগাযোগ করেছেন বলে তার পরিবার জানিয়েছে।

শনিবার উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালী গ্রামে বর পালানোর এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মজিবর রহমানের ছেলে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।

জানা গেছে, আহসান হাবীব রোমান ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। ঈদের দুইদিন পর গত শুক্রবার উপজেলার বহুরিয়া চতলবাইদ গ্রামের ফজলুল হক লিটনের মেয়ে মরিয়ম আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। ওইদিনই নববধূকে রোমানের বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু শনিবার সকাল থেকে রোমানকে আর খুঁজে পাওয়া যায়নি।

তবে সোমবার তার পারিবারিক সূত্রে জানা গেছে, রোমান নতুন বউয়ের সঙ্গে মনোমালিন্য থেকে কথাকাটাকাটি হওয়ায় রাগ করে বাড়ি ছেড়েছিলেন। এরপর তার মুঠোফোন বন্ধ করে রাখায় তার সঙ্গে যোগাযোগ করার সম্ভব হয়নি। তবে আজ তিনি নিজ থেকেই মুঠোফোন চালু করে বাসায় যোগাযোগ করেছেন এবং আজ তিনি বাড়ি ফিরছেন বলে জানিয়েছেন।

এর আগে রোমানের বাবা মজিবর রহমান জানান, শনিবার বাড়িতে বৌ-ভাতের আয়োজন করা হয়েছিল। কিন্তু ওইদিন সকাল থেকেই তাকে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। পরে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সখীপুর থানার ওসি আমির হোসেনও রোমানের নিখোঁজ হওয়ার ব্যাপারে পরিবার পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করার কথা নিশ্চিত করেন।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী May 07, 2024
img
বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফের এক সন্ত্রাসী নিহত, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার May 07, 2024
img
ব্র্যাক ড্রাইভিং স্কুল-এর প্রশিক্ষণ উন্নয়নে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা May 07, 2024
img
ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারীদের প্রতি সিইসির কঠোর হুঁশিয়ারি May 07, 2024
img
ইউটিউব ট্রেন্ডিংয়ে কোক স্টুডিও বাংলা, ফের সমালোচনা May 07, 2024
img
দেশে যানবাহনের নতুন স্পিড লিমিট, মোটরসাইকেলের গতি নামানো হলো ৬০-এ May 07, 2024
img
সূর্যকুমারের সেঞ্চুরিতে জয়ে ফিরল মুম্বাই May 07, 2024
img
রাফায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত ১২, যুদ্ধবিরতি অনিশ্চিত May 07, 2024
img
ভারতে লোকসভা নির্বাচনের ৩য় দফার ভোটগ্রহণ শুরু May 07, 2024
img
উপজেলা পরিষদ নির্বাচন: আইনশৃঙ্খলা রক্ষায় ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন May 07, 2024