ভালো কাজের জন্য পুরস্কার পেয়েছেন সিলেট মহানগরের সাত পুলিশ। তাদের মধ্যে চারজন এসআই, দুজন সার্জেন্ট ও এএসআই।
মঙ্গলবার দুপুরে নগরের নাইওরপুল এলাকায় মহানগর পুলিশের সদর দপ্তরে পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া তাদের পুরস্কৃত করেন।
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার এসআই শেখ মো. ইয়াছিন, শাহপরান থানার এসআই রাজিব কুমার রায়, ডিবি পুলিশের এসআই মো. আবুল কালাম আজাদ ও শাওন মাহমুদ অপু, ট্রাফিক পুলিশের সার্জেন্ট মামুনুর রশিদ ভূঁইয়া ও নুরে আলম সিদ্দিকি এবং বিমানবন্দর থানার এএসআই আহসান কবির।
তাদের বেশি সংখ্যক গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল ও জরিমানা আদায়ের জন্য পুরস্কৃত করা হয়।
টাইমস/জেডটি