ধলেশ্বরীতে নিখোঁজ আইডিয়ালের তিন ছাত্রের লাশ উদ্ধার  

ঢাকার সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে ঘটনাস্থলের কাছে ব্যাংকটাউন ব্রিজের পূর্ব পাশে পাগলার মোড় থেকে তৌসিফ আহমেদ আকাশের (১৮), বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে ৬ কিলোমিটার দূরে কুণ্ডা ব্রিজের নিচ থেকে মেহেদীর হাসানের (১৭) এবং বেলা ৩টার দিকে বলিয়াপুর এলাকা থেকে রাজনের (১৭) লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা লিটন আহামেদ জানান, সকালে অভিযানে নেমে সাভার ব্যাংক টাউন এলাকার পাগলার মোড় থেকে নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই শিক্ষার্থীর নাম আকাশ।

দুপুর ১২টার দিকে কোন্ডা এলাকা থেকে মেহেদীর আর বেলা ৩টার দিকে বলিয়াপুর এলাকা থেকে রাজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ধলেশ্বরীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই তিন বন্ধু। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি শুরু করলেও প্রতিকূল আবহাওয়া এবং নদীতে প্রবল স্রোতের কারণে শনিবার সন্ধ্যার পর উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়। রোববার সকাল ৭টা থেকে ফায়ার সার্ভিস আবার উদ্ধার কাজ শুরুর করে।

 


টাইমস/এইচইউ

Share this news on: