আসন্ন ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আগামী ১৪ থেকে ২৬ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এই সিরিজ, যেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
দলে খুব বেশি চমক না থাকলেও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে। অধিনায়কত্বে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। ইনজুরি কাটিয়ে আবারও দলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা।
কনকাশনের কারণে মাঠের বাইরে থাকা ব্রায়ান বেনেট ফিরছেন সীমিত ওভারের ক্রিকেট দিয়ে। ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের সুবাদে রায়ান বার্ল, টনি মুনিয়ঙ্গা ও তাশিঙ্গা মুসেকিওয়া জায়গা ধরে রেখেছেন।
দলে তিনজন নতুন মুখও জায়গা পেয়েছেন। তারা হলো- উইকেটকিপার-ব্যাটার তাফাদজওয়া সিগা, বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরি এবং লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।
ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে মুখোমুখি হবে, এরপর অনুষ্ঠিত হবে ফাইনাল।
জিম্বাবুয়ে স্কোয়াড
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ট্রেভর গুয়ান্ডু, ক্লাইভ ম্যাদান্দে, ওয়েসলি মাধেভেরে, টিনোটেন্ডা মাপোসা, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, টনি মুনিয়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি ও তাফাদজয়া সিগা।
পিএ/এসএন