গভীর অভিনয় আর অনন্য অভিব্যক্তির জন্য যিনি বরাবর দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, সেই টাবু এবার নতুন এক রূপে ধরা দিতে চলেছেন রুপালি পর্দায়। ইন্ডাস্ট্রির জোর গুঞ্জন, জনপ্রিয় পরিচালক পুরি জগন্নাধের বড় বাজেটের ছবিতে প্রধান ভিলেন চরিত্রে দেখা যাবে তাঁকে। এমন চরিত্রে টাবুকে দেখার খবরেই ভক্তদের মধ্যে জেগেছে নতুন উত্তেজনা।
টাবু এর আগে আন্দাধুন ছবিতে ধূসর চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছিলেন। তবে এবার শোনা যাচ্ছে, তাঁর চরিত্র হবে আরও গা ছমছমে আর অন্ধকারময়। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন দক্ষ অভিনেতা বিজয় সেতুপতী। তাঁদের বিপরীতে টাবুর এমন রূপান্তর দর্শকদের জন্য নিঃসন্দেহে হবে বড় চমক।
পরিচালক পুরি জগন্নাধের ছবি মানেই অন্যরকম কিছু প্রত্যাশা। তাঁর ছবির নায়ক যেমন ধূসর, তেমনি ভিলেন চরিত্রও হয় স্টাইলিশ আর গভীর। টাবুর মতো শক্তিশালী অভিনেত্রীকে নিয়ে পুরির এই নতুন প্রয়াস হতে পারে ব্যতিক্রমী এক সিনেমার জন্ম।
বর্তমানে দক্ষিণী ছবিতে নায়িকাদের ভিলেন চরিত্রে অভিনয় নতুন ধারার জন্ম দিয়েছে। রাম্যা কৃষ্ণান বাহুবলীতে মহিষমতীর রাজমাতার ভিলেন রূপে আলাদা পরিচয় গড়েছেন। ভারালক্ষ্মী শরথকুমারও ভিলেন চরিত্রে নজর কেড়েছেন। এবার সেই তালিকায় টাবুর নাম যোগ হলে এটা হবে তাঁর কেরিয়ারের নতুন অধ্যায়ের সূচনা।
ছবির শুটিং চলছে পুরোদমে। এতে টাবুর পাশাপাশি রয়েছেন সাম্যুক্তা মেনন ও দুনিয়া বিজয়। ছবির প্রযোজনায় রয়েছেন পুরি জগন্নাধ ও চর্ম্মি কউর। সব মিলিয়ে, যদি এই খবর সত্যি হয়, তবে ২০২৫ সালে টাবুর ভিলেন রূপ হতে পারে ভারতীয় সিনেমার অন্যতম বড় চমক।
আরআর/টিকে