সুইজারল্যান্ডকে হারিয়ে উইমেন্স ইউরোর সেমিফাইনালে স্পেন

উয়েফা উইমেন্স ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমি-ফাইনালে উঠলো স্পেন। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে সুইস মেয়েদের ২-০ গোলে হারিয়েছে স্প্যানিশ মেয়েরা। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। দলের হয়ে গোল দুটি করেছেন অ্যাথিনা দেল ক্যাস্তিলো ও ক্লদিয়া পিনা।

উয়েফা উইমেন্স ইউরো চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে জার্মানি। ১৯৮৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মোট ৮বার এই শিরোপা জিতেছে জার্মান মেয়েরা। মাঝে একবার ১৯৯৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল নরওয়ে। তবে সবশেষ ২০১৭ ও ২০২২ সালে এই শিরোপা ঘরে তুলেছে যথাক্রমে নেদারল্যান্ডস ও ইংল্যান্ড। তবে এখনো পর্যন্ত ইউরোর শিরোপা ঘরে তুলতে পারেনি স্প্যানিশ মেয়েরা।

এ দিন ম্যাচের শুরু থেকেই সুইজারল্যান্ডের মেয়েদের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে স্পেন। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙে স্পেন। ম্যাচের ৬৬ মিনিটে বোনমাতির পাস থেকে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন অ্যথিনা।

দ্বিতীয় গোল পেতে অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি স্প্যানিশদের। ম্যাচের ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লদিয়া পিনা। এরপর আক্রমণের ধার আবও বাড়ায় তারা। তবে শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা পায়নি কেউ।

ম্যাচে ৭৩ শতাংশ বল দখলে রেখেছিল স্পেন। আর সুইজারল্যান্ডের দখলে ছিল মাত্র ২৭ শতাংশ। এই সমীকরণই বলে দেয় যে ম্যাচে কতটা আধিপত্য বিস্তার করে খেলেছে স্প্যানিশরা।

পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে ২২টি শট নিয়েছে স্পেন। তার মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। অন্যদিকে সুইজার‌ল্যান্ডের মেয়েরা গোলের জন্য শট নিয়েছে মাত্র ৪টি, যার একটিও লক্ষ্যে ছিল না।

তবে ফাউল করেছে দুই দল সমান সমান। দু-দলই ১২টি করে ফাউল করেছে। তবে স্পেনের মাত্র একজন হলুদ কার্ড দেখেছেন। অন্যদিকে তিনটি হলুদ পেয়েছেন সুইজারল্যান্ডের খেলোয়াড়রা, এ ছাড়া ম্যাচের অতিরিক্ত যোগ করা দ্বিতীয় মিনিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সুইজার‌ল্যান্ডের মারির্টজ।

স্প্যানিশ মেয়েরা মোট ক্রস করেছেন ২০টি, আর সুইজারল্যান্ডের মেয়েরা মাত্র ৩টি। মোট ৩৪০টি পাস দিয়েছেন স্প্যানিশ মেয়েরা, অন্যদিকে সুইস মেয়েরা পুরো ম্যাচে পাস দিয়েছেন মাত্র ১১১টি।

এর আগে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে আরও দুই দল। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইতালি। আর সুইডেনকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করেছে ইংল্যান্ড। নির্ধারিত সময়ে তাদের ম্যাচ ২-২ গোলে ড্র ছিল।

সেমি-ফাইনালে ইংল্যান্ড খেলবে ইতালির বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে শনিবার (১৯ জুলােই) ফ্রান্সের বিপক্ষে খেলবে জার্মানি। তাদের মধ্যে জয়ী দল খেলবে স্পেনের বিপক্ষে।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নতুন সংবিধানে সকল জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা হবে : নাহিদ ইসলাম Jul 19, 2025
img
কপিল শর্মার শো’তে এসে বিপদ, পরিণীতি ছুটলেন হাসপাতালে Jul 19, 2025
img
ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো কি এক হতে পারবে? জিল্লুর রহমানের বক্তব্য Jul 19, 2025
img
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের Jul 19, 2025
img
দুবাই‌য়ে ট্রান্সফার ভিসায় সমস্যারত‌দের বিষ‌য়ে নজর রাখছে সরকারঃ আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত Jul 19, 2025
বক্তব্য রাখছেন এটিএম আজহারুল ইসলাম Jul 19, 2025
img
জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা Jul 19, 2025
img
জামায়াতের অনেক দায় বিএনপি নিয়েছে : সালাহউদ্দিন টুকু Jul 19, 2025
img
এক ছাদের নিচে থাকলেও আলাদা ঘরে অনুপম-কিরণ! Jul 19, 2025
img
শাহরুখের অসুস্থতার খবরে উদ্বিগ্ন মমতা Jul 19, 2025
img
ট্রাম্প কোন ধরনের শিরার সমস্যায় ভুগছেন? Jul 19, 2025
img
নাসিরুদ্দীন পাটওয়ারীর সেই বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বক্তব্য Jul 19, 2025
img
শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে, পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ Jul 19, 2025
img
নির্বাচনে ভুল না করতে দায়িত্বশীল হওয়ার আহ্বান তারেক রহমানের Jul 19, 2025
‘দেশের সেবা করার সুযোগ পেলে জামায়াত সেবক হবে, মালিক না Jul 19, 2025
img
ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারল দল Jul 19, 2025
img
চার ঘণ্টা ধরে লাইনচ্যুত পাহাড়িকা, চট্টগ্রাম রুটে ট্রেন চলাচলে বিপর্যয় Jul 19, 2025
img
জামায়াত আমির সুস্থ আছেন, গুরুতর কিছু হয়নি : তাহের Jul 19, 2025
img
হাসপাতালে জামায়াত আমিরের পাশে বিএনপি মহাসচিব ও ড. মঈন খান Jul 19, 2025
img
এসএসসি পুনঃনিরীক্ষণ: শুধু ঢাকায় ৯২ হাজার শিক্ষার্থী, সর্বমোট আবেদন ২ লাখ ২৩ হাজার Jul 19, 2025