প্রতীক্ষিত অ্যাকশন ড্রামা ‘কিংডম’-এর প্রচারে যখন ব্যস্ত সময় পার করছিলেন তেলুগু তারকা বিজয় দেবরকোন্ডা, ঠিক তখনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন এই জনপ্রিয় অভিনেতা। প্রচণ্ড জ্বর নিয়ে প্রচারে অংশ নেওয়ার পর চিকিৎসকের পরামর্শে তাকে বিশ্রামের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
পরিচালক গৌতম তিন্নানুরি নির্মিত এই ছবি বিজয়ের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্ট হিসেবে ধরা হচ্ছে। ছবিটির অনেকাংশ নতুন করে শুটিং করার ফলে বাজেট যেমন বেড়েছে, তেমনি প্রত্যাশাও আকাশচুম্বী। এমন একটি বড় প্রজেক্টকে ঘিরে যখন সর্বোচ্চ প্রস্তুতি চলছিল, তখন বিজয়ের হঠাৎ অসুস্থতা ভক্তদের মাঝে কিছুটা উদ্বেগ ছড়িয়েছে।
তবে চিকিৎসকেরা আশ্বস্ত করেছেন—বিজয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, কয়েক দিনের বিশ্রামে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। সেরে উঠলেই ফের শুরু হবে 'কিংডম'-এর প্রচার কার্যক্রম।
ছবিতে বিজয়ের বিপরীতে রয়েছেন ভাগ্যশ্রী বরসে। আর সংগীতে আছেন অনিরুদ্ধ, যার ব্যাকগ্রাউন্ড স্কোর ইতিমধ্যেই আলোচনায়। ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে 'কিংডম'।
সিতারা এন্টারটেইনমেন্টস প্রযোজিত এই ছবিটি ইতোমধ্যে মুক্তির আগেই থিয়েট্রিকাল ও নন-থিয়েট্রিকাল রাইটস বিক্রি করে রেকর্ড অর্থ আয় করেছে। একদিকে ছবির চূড়ান্ত প্রস্তুতি, অন্যদিকে বিজয়ের দ্রুত আরোগ্য কামনায় সামাজিক মাধ্যমে ভক্তদের শুভকামনা চলছে সমানতালে।
এফপি/টিএ