বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ও বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা সদ্য মা-বাবা হয়েছেন। মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। নবজাতক ও মা দুজনেই সুস্থ থাকায় শুক্রবার (১৮ জুলাই) নতুন অতিথিকে নিয়ে হাসপাতাল ছাড়েন এ তারকা জুটি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (১৮ জুলাই) সকালে সন্তানকে সঙ্গে নিয়ে হাসপাতাল ছাড়েন কিয়ারা ও সিদ্ধার্থ। তবে নিজেদের গাড়ি করে তারা বাড়ি পৌঁছাননি।
জানা যায়, হাসপাতাল ছাড়ার পর নিজের বাড়ি না গিয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে প্রথম শ্বশুরবাড়ি যান সিদ্ধার্থ। সেখানে কিয়ারার মা জেনেভিভ আদভানির কোলে তুলে দেন তাদের প্রথম সন্তান।
ধারণা করা হচ্ছে, কিছুদিন মায়ের সঙ্গেই নবজাতককে নিয়ে থাকবেন নতুন মা অভিনেত্রী কিয়ারা আদভানি।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে কিয়ারা-সিদ্ধার্থের সংসারে আসে প্রথম সন্তান। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবর জানান এ তারকা দম্পতি।
নিজেদের যৌথ ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানান মা-বাবা হওয়ার আবেগী বার্তা। ‘বেবি গার্ল’ লেখা গোলাপি রংয়ের একটি ফটোকার্ডে লেখেন,
আমাদের হৃদয় পরিপূর্ণ এবং আমাদের পৃথিবী চিরতরে বদলে গিয়েছে। কন্যাকে স্বাগত জানাতে পেরে আমরা ধন্য।
প্রসঙ্গত, ‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে একে অন্যের প্রেমে পড়েন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি ধুমধাম করে বিয়ে সারেন। বিয়ের আড়াই বছর পর তাদের সংসার আলো করে এসেছে এ কন্যাসন্তান।
পিএ/টিএ