সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন নেত্রকোণার ১০ হাজার নেতাকর্মী। ১০০টি বাসে করে তারা সমাবেশে এসেছেন। এছাড়া ওই জেলার অনেক নেতাকর্মী ট্রেনযোগে ঢাকায় এসে সমাবেশে যোগ দিয়েছেন।
আজ শনিবার (১৯ জুলাই) সকালে রাজধানীতে নেমে নেত্রকোণার ১০ হাজার নেতাকর্মী মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করেন।
নেত্রকোণার এক উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল বাছিদ গণমাধ্যমকে বলেন, নেত্রকোণার ১০ হাজার নেতাকর্মী আজকের সমাবেশে যোগ দিয়েছেন।
এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এছাড়া উদ্যানের বাইরে হাজার হাজার জামায়াতের নেতাকর্মী অবস্থান করছেন।
দেশের বিভিন্ন জেলা থেকে বাস-ট্রেন যোগে নেতাকর্মীরা রাজধানীতে এসে মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট,পাঞ্জাবি পরে এসেছেন হাজার নেতাকর্মী।
ভোর থেকে সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে এ চিত্র দেখা গেছে।
নোয়াখালীর সোনাইমুড়ী থেকে জামায়াতের কর্মী সোহেল হাসান গণমাধ্যমকে বলেন, শুধু আমাদের উপজেলা থেকে ৪০টি বাস নিয়ে ৩০ হাজার মানুষ এসেছি।
সিরাজগঞ্জ থেকে আসা জামায়াতের কর্মী এরশাদ আলী বলেন, বাসে ও ট্রেনে ৩০/৪০ হাজার নেতাকর্মী আমরা সিরাজগঞ্জ থেকে এসেছি। অনেকেই রাত থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করছেন।
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করছেন ২০ হাজারের মতো স্বেচ্ছাসেবক।
পিএ/টিএ