অবসর ভেঙে আবারও ফিরেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার!

এক বছরও পূর্ণ হয়নি, প্যারিস অলিম্পিকে স্বর্ণ হাতছাড়া হওয়ার পর অবসেরর ইঙ্গিত দিয়েছিলেন ব্রাজিল নারী ফুটবলের কিংবদন্তি মার্তা ভিয়েরা দ্য সিলভা। তাকে আর কখনও আনুষ্ঠানিক কোনো প্রতিযোগিতায় দেখা যাবে না বলেও ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সেই সিদ্ধান্ত বদলে চলমান নারী কোপা আমেরিকায় খেলা চালিয়ে যাচ্ছেন মার্তা। এই টুর্নামেন্টে ছয়বারের বর্ষসেরা এই তারকা ব্রাজিলকে শিরোপা জেতানোরও স্বপ্ন দেখছেন।

প্যারিস অলিম্পিকের পর নিজেকে জাতীয় নারী দল থেকে সরিয়েও নিয়েছিলেন মার্তা। কিন্তু কোচ আর্থুর ইলিয়াস গত মে মাসের শেষদিকে দুটি প্রীতি ম্যাচের জন্য তাকে আবারও স্কোয়াডে যুক্ত করেন। তারই ধারাবাহিকতায় মার্তাকে নিয়েই ইকুয়েডরে চলমান নারী কোপা আমেরিকার বিমানে ওঠে সেলেসাওরা। এরপর সেখানকার সময়টা উপভোগ করছেন বলেও জানান ৩৯ বছর বয়সী এই তারকা। তিনি বলেন, ‘আমার কাজ বদলায়নি, অনুভূতিও একই রয়েছে, আগের মতোই গর্ব নিয়ে খেলছি। আমি খেলি কিংবা না খেলি, ব্রাজিলকে সহায়তা করার আকাঙ্ক্ষা কখনোই শেষ হবে না।’



একইসঙ্গে আন্তর্জাতিক ফুটবল খুব বেশিদিন চালিয়ে যেতে পারবেন না বলেও স্মরণ করিয়ে দিয়েছেন মার্তা, ‘দলের ভেতরে থাকাবস্থায় কিংবা প্রতিদিনের প্রাত্যহিক কাজে আমার চ্যালেঞ্জ অনুভব করছি। আমি এটিও জানি যে, খেলার জন্য খুব বেশি অবশিষ্ট নেই, যত অল্প সময়ই পাই সময়টা যতটা সম্ভব সেরা করে তুলতে চাই।’ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত মার্তা ব্রাজিলের হয়ে ২০৪টি ম্যাচ খেলেছেন। যেখানে তার গোল ১১৯টি।

এর আগে প্যারিস অলিম্পিকে যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরে রৌপ্য জিতে মার্তা নেতৃত্বাধীন ব্রাজিল নারী দল। এরপর আর বড় টুর্নামেন্টে দেখা যাওয়া নিয়ে দ্বিধার কথা জানালেও, ন্যাশনাল ওমেন্স সকার লিগের ক্লাব ওরল্যান্ডো প্রাইডে যোগ দেন তিনি। তাদের হয়ে এনডব্লিউএসএল টাইটেলও জিতেছেন। এমনকি ২০২৬ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে ক্লাবটির। ব্রাজিলের হয়ে সবমিলিয়ে ৬টি করে বিশ্বকাপ ও অলিম্পিক জিতেছেন মার্তা, যদিও চূড়ান্ত সাফল্য পাওয়া হয়নি। ২০০৭ সালে বিশ্বকাপে সর্বোচ্চ রানার্সআপ হয়েছিল সেলেসাও মেয়েরা। তিনবার অলিম্পিকের ফাইনাল খেললেও প্রতিবারই জুটেছে রৌপ্য পদক।

বর্তমানে মেয়েদের কোপা আমেরিকার দশম সংস্করণ চলছে ইকুয়েডরে। প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিলের এবারের শুরুটাও হয়েছে দুর্দান্ত। আটবারের শিরোপাজয়ীরা নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে দেয় ৬-০ ব্যবধানে। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ‘বি’ গ্রুপের শীর্ষ দল ব্রাজিল। সমান ম্যাচ ও সমান পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আর্জেন্টিনার মেয়েরা।


 পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
স্টেডিয়ামে খাবার-পানি নিয়ে প্রবেশের অনুমতি, মানতে হবে আরও কিছু শর্ত Jul 20, 2025
img
বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করব : নাহিদ ইসলাম Jul 19, 2025
img
রাজধানীর পল্লবীতে বাসে অগ্নিকাণ্ড Jul 19, 2025
img
ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় : তারেক রহমান Jul 19, 2025
img
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলো বক্তব্য Jul 19, 2025
img
হাসপাতাল থেকে দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন জামায়াত আমির Jul 19, 2025
img
নতুন সংবিধানে সকল জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা হবে : নাহিদ ইসলাম Jul 19, 2025
img
কপিল শর্মার শো’তে এসে বিপদ, পরিণীতি ছুটলেন হাসপাতালে Jul 19, 2025
img
ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো কি এক হতে পারবে? জিল্লুর রহমানের বক্তব্য Jul 19, 2025
img
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের Jul 19, 2025
img
দুবাই‌য়ে ট্রান্সফার ভিসায় সমস্যারত‌দের বিষ‌য়ে নজর রাখছে সরকারঃ আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত Jul 19, 2025
বক্তব্য রাখছেন এটিএম আজহারুল ইসলাম Jul 19, 2025
img
জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা Jul 19, 2025
img
জামায়াতের অনেক দায় বিএনপি নিয়েছে : সালাহউদ্দিন টুকু Jul 19, 2025
img
এক ছাদের নিচে থাকলেও আলাদা ঘরে অনুপম-কিরণ! Jul 19, 2025
img
শাহরুখের অসুস্থতার খবরে উদ্বিগ্ন মমতা Jul 19, 2025
img
ট্রাম্প কোন ধরনের শিরার সমস্যায় ভুগছেন? Jul 19, 2025
img
নাসিরুদ্দীন পাটওয়ারীর সেই বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বক্তব্য Jul 19, 2025
img
শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে, পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ Jul 19, 2025
img
নির্বাচনে ভুল না করতে দায়িত্বশীল হওয়ার আহ্বান তারেক রহমানের Jul 19, 2025