‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি নিয়ে প্রথমবারের মতো বান্দরবানে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় শীর্ষ নেতারা।
আজ শনিবার (১৯ জুলাই) বিকেল ৩টায় বান্দরবান পৌর এলাকায় পৌঁছানোর কথা রয়েছে দলটির কেন্দ্রীয় নেতাদের। বান্দরবানের সোনালী ব্যাংকের সামনে প্রধান সড়কে এক সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর তাদের সদরের বিভিন্ন এলাকায় পদযাত্রা করার কথা রয়েছে।
পদযাত্রায় অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসাইনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এনসিপির বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেল দলের শীর্ষ নেতাদের আগমন উপলক্ষে সমাবেশ ও পদযাত্রা সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছেন বলে জানিয়েছেন। পদযাত্রা ও সমাবেশ উপলক্ষে জেলার সাতটি উপজেলা থেকে অসংখ্য নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
কেএন/টিএ