ভারতের দুই প্রভাবশালী চলচ্চিত্র জগত টলিউড ও বলিউড যেন মুখোমুখি হতে চলেছে এক দুঃসাহসিক চলচ্চিত্রযুদ্ধে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে তেলেগু সুপারস্টার জুনিয়র এনটিআর প্রথমবারের মতো বলিউডে পা রাখতে চলেছেন ‘ওয়ার ২’ ছবির মাধ্যমে। আর এই অভিষেক একেবারেই সাধারণ কোনও চরিত্রে নয় বরং যাকে ঘিরেই গড়ে উঠছে গোটা গল্পের নতুন মোড়।
১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে আয়ান মুখার্জি পরিচালিত আলোচিত থ্রিলার ‘ওয়ার ২’। এটি ভারতের অন্যতম বড় স্পাই ইউনিভার্স ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ধারাবাহিকতায় নতুন সংযোজন। সিনেমাটিতে জুনিয়র এনটিআর এবং হৃতিক রোশনের মধ্যে দেখা যাবে তীব্র সংঘাত, যা হতে যাচ্ছে এ ইউনিভার্সের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ মোড়।
নিজের চরিত্রকে “অত্যন্ত বিশেষ” বলে উল্লেখ করেছেন এনটিআর নিজেই। চরিত্রটিতে অভিনয়ের জন্য তাঁকে নিতে হয়েছে গভীর মানসিক ও শারীরিক প্রস্তুতি। শুধু ভিলেন নয়, বরং এই চরিত্রকে কেন্দ্র করেই ভবিষ্যতের অনেক গল্প এগিয়ে যাবে বলেই সূত্রের দাবি। চরিত্রটির মধ্যে রয়েছে আবেগ, দ্বন্দ্ব এবং অসম সাহসের এক নতুন ব্যঞ্জনা।
চলচ্চিত্রপ্রেমী দর্শকদের কাছে এটি শুধু একটি নতুন সিনেমা নয় এটি দুই ইন্ডাস্ট্রির মিলনের এক ঐতিহাসিক মুহূর্ত। দক্ষিণী সিনেমার সুপারস্টার এবং বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতার মুখোমুখি হওয়া এক অর্থে ভারতীয় সিনেমার গণ্ডি ভাঙার বার্তাও দিচ্ছে।
তেলেগু দর্শকদের জন্য যেমন এটি গর্বের বিষয়, তেমনি গোটা দেশের জন্য এটি একটি বড় পর্দার উৎসব। স্পাই থ্রিলার প্রেমীরা ইতিমধ্যে প্রতীক্ষায় দিন গুনছেন, কারণ 'ওয়ার ২' শুধু একটি সিনেমা নয় এটি হতে যাচ্ছে ভারতীয় সিনেমার নতুন যুগের সূচনা।
পিএ/টিএ