পিআর পদ্ধতিতে নির্বাচন দেয়াসহ সাত দফা দাবিতে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলছে।
আজ শনিবার (১৯ জুলাই) দুপুর ২টা ৪ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠিকভাবে সমাবেশ শুরু হয়েছে। আর সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়।
এদিকে, দুপুর সোয়া ১২টার দিকে সমাবেশস্থলে পৌঁছান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উদ্যানে প্রবেশের সময় রাস্তার দুপাশে নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন। আপ্লুত আমির হাত নেড়ে শুভেচ্ছা জানান। এসময় তাকে হাসিমুখে দেখা গেছে।
অন্যদিকে, সকাল ৯টা ২৫ মিনিটে জাতীয় সমাবেশস্থলে এসে পৌঁছান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া দলের শীর্ষ নেতারাও সমাবেশে উপস্থিত রয়েছেন। দুপুর ২টার দিকে আমিরে জামায়াতের সভাপতিত্বে শুরু হবে মহাসমাবেশ।
পিএ/টিএ