সোনার জার্সি পরে নেমেও হার মানল গেইল-পোলার্ডদের দল

মাঠে গড়িয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) দ্বিতীয় মৌসুম। গত শুক্রবার (১৮ জুলাই) থেকে মাঠে গড়িয়েছে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট। পুরনো দিনের তারকাদের একসঙ্গে এই টুর্নামেন্টে খেলতে দেখে ক্রিকেটপ্রেমীরা ডুব দিচ্ছেন নস্টালজিয়ার জগতে।

এই মৌসুমে অন্যতম আকর্ষণীয় দল 'ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস'। দলে রয়েছেন ক্রিকেট বিশ্বের তিন মহাতারকা–ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভো, যারা প্রত্যেকেই নিজ নিজ সময়ে বিপক্ষের বোলারদের ঘুম হারাম করেছেন।

টি-টোয়েন্টির দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবারের আসরে মাঠে নামার আগেই চমক দেখিয়েছে। ক্রিকেট মাঠ থেক বিদায় নেয়া ক্যারিবীয় তারকারা ডব্লিউসিএলে খেলতে নামছেন সোনাখচিত জার্সি পরে।

শনিবার (১৯ জুলাই) প্রথমবারের মতো স্বর্ণখচিত এই মনোমুগ্ধকর জার্সি গায়ে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল। ১১ ওভারের ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে হেরে গেছে ক্যারিবীয় কিংবদন্তিরা। আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ১১ ওভারে ৫ উইকেটে ৭৯ রান করে। জবাবে নির্ধারিত ওভারে ৮০ রান করে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের আগে শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বার্মিংহামে জার্সি উন্মোচন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন গেইল, ব্রাভো ও পোলার্ড। 

বিশেষ এই জার্সিটি তৈরি হয়েছে দলের মালিক 'চ্যানেল ২' ও দুবাইয়ের বিলাসবহুল ব্র্যান্ড 'লরেঞ্জে'-এর যৌথ উদ্যোগে। ঐতিহ্যবাহী মেরুন রংয়ের জার্সিটি সুসজ্জিত করা হয়েছে ১৮ ক্যারেট সোনা দিয়ে। জার্সিগুলো তিনটি এক্সক্লুসিভ সংস্করণে — যথাক্রমে ৩০ গ্রাম, ২০ গ্রাম ও ১০ গ্রাম সোনা দিয়ে সুসজ্জিত। নির্মাতারা বলছেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সমৃদ্ধ ঐতিহ্য ও কিংবদন্তিতুল্য স্পিরিটকে সম্মান জানাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।



২০২৪ এর আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেয়া ওয়েস্ট ইন্ডিজের এবারের লক্ষ্য শিরোপা জেতা। দলটির মালিক অজয় শেঠি বলেন, 'এই ঐতিহাসিক জার্সি প্রকাশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সমৃদ্ধ ঐতিহ্য ও কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি — স্যার ক্লাইভ লয়েড থেকে শুরু করে ক্রিস গেইল ও বর্তমান প্রজন্মের নায়করদের এর মাধ্যমে সম্মানিত করা হয়েছে।

এটি শুধুমাত্র স্পোর্টসওয়্যার নয়, বরং এটি একটি কালজয়ী নিদর্শন। রাজকীয় কারুকাজ, সাংস্কৃতিক গর্ব এবং ক্রীড়াগত উৎকর্ষের নিখুঁত সংমিশ্রণ; এই লরেঞ্জে জার্সি কেবল একটি সংগ্রহযোগ্য সামগ্রী নয়, বরং এটি বিশ্ব ক্রীড়া অঙ্গনে বিলাসিতার প্রতীক।' 

শেঠি আরও বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস দলে অনেক কিংবদন্তি রয়েছেন, এবং এই জার্সি তাদের প্রত্যেকের প্রতি এক অপূর্ব শ্রদ্ধার নিদর্শন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস এখন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট টুর্নামেন্ট এবং আমরা এবার ট্রফি জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।'

ওয়েস্ট ইন্ডিজের এই দলে আরও আছেন শিবনারায়ণ চন্দরপল, লেন্ডল সিমন্স এবং ডোয়াইন স্মিথের মতো তারকা।

ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের স্কোয়াড: ক্রিস গেইল, কিয়েরান পোলার্ড, ডোয়াইন ব্রাভো, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ, শেলডন কটরেল, শিবনারায়ণ চন্দরপল, চ্যাডউইক ওয়ালটন, শ্যানন গ্যাব্রিয়েল, অ্যাশলে নার্স, ফিডেল অ্যাডওয়ার্ডস, উইলিয়াম পারকিন্স, সুলেমান বেন, ডেভ মোহাম্মদ ও নিকিতা মিলার।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
হলিউডের অস্কারজয়ী গীতিকার অ্যালান বার্গম্যান আর নেই Jul 20, 2025
img
আফ্রিদি থাকায় খেলবে না যুবরাজ-হরভজন, ম্যাচ বাতিল Jul 20, 2025
img
কারফিউ শিথিলের পর গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি Jul 20, 2025
img
মধ্যরাতে ফের আটক নোবেল Jul 20, 2025
img
ভারতে অনুপ্রবেশের দায়ে ২৮ বাংলাদেশিকে কারাদণ্ড Jul 20, 2025
img
এই যদি হয় নতুন রাজনৈতিক চর্চা, তবে প্রশ্ন থেকে যায় নতুন বন্দোবস্তটা কোথায়? : ইশরাক Jul 20, 2025
img
জেনে নিন দেশের বাজারে আজকের স্বর্ণ ও রুপার বাজারদর Jul 20, 2025
img
বিএনপি প্রশংসা পাওয়ার যোগ্য : মাহবুব কামাল Jul 20, 2025
img
সিরিয়ার নতুন প্রেসিডেন্টকেও বিশ্বাস করি না : ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী Jul 20, 2025
img
সিনেমা নয়, যেন লাইভ কনসার্ট! ‘সাইয়ারা’তে দর্শকদের উচ্ছ্বাস Jul 20, 2025
img
সরকার রাজনৈতিক দলের কাছে আত্মসমর্পণ করেছে : ড. ইফতেখারুজ্জামান Jul 20, 2025
img
কোনো অবস্থায় যেন বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান না হয় : সালাহউদ্দিন Jul 20, 2025
img
ইসরায়েলি অবরোধে অনাহারে মৃত্যু ৩৫ দিনের শিশুর, গাজায় নিহত আরও ১১৬ Jul 20, 2025
img
সিন্ধু চুক্তি অনুযায়ী বন্যা সতর্কতায় ভারতের সহযোগিতা চায় পাকিস্তান Jul 20, 2025
img
ফরিদপুরে থানার সামনে জব্দ করে রাখা বাসে আগুন Jul 20, 2025
img
বৈদ্যুতিক যানবাহনে কর্তৃত্ব ধরে রাখতে নতুন নিষেধাজ্ঞা চীনের Jul 20, 2025
img
ফের আগ্রাসন হলে প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুত ইরান: আরাঘচি Jul 20, 2025
img
এক ম্যাচ বিরতি দিয়েই ফের মেসি জাদু, বড় জয় মায়ামির Jul 20, 2025
img
বিয়ের সাজে অপু ও বুবলী, চোখ জুড়ানো সাজে মুগ্ধ ভক্তরা Jul 20, 2025
img
রাশিয়ার সঙ্গে নতুন শান্তি আলোচনা চান জেলেনস্কি Jul 20, 2025