‘কান্তারা’ মুক্তির পর যেন জীবনের মোড়ই ঘুরে গেছে রিশভ শেট্টির। দক্ষিণী সিনেমা জগতের কানাড়া ভাষার এই অভিনেতা এখন গোটা ভারতীয় সিনেমার আলোচিত নাম। শুধু অভিনেতা হিসেবেই নয়, একজন শক্তিশালী গল্পবলিয়ে হিসেবেও নিজের অবস্থান পোক্ত করে তুলছেন তিনি।
এই সাফল্যের ধারাবাহিকতায় রিশভ শেট্টি এখন ব্যস্ত সময় পার করছেন একাধিক ঐতিহাসিক ও পৌরাণিক চরিত্রের প্রস্তুতিতে। সামনে রয়েছে বহু প্রতীক্ষিত 'কান্তারা ২', যা প্রেক্ষাগৃহে আসছে ২ অক্টোবর। তবে এটাই শেষ নয়—এই ছবির পর রিশভ যেসব প্রকল্পে যুক্ত হচ্ছেন, তাতে স্পষ্ট হয়ে উঠছে যে তিনি সময়ের সবচেয়ে বহুমাত্রিক অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন।
আসছে ‘দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজি মহারাজ’। এতে মহারাষ্ট্রের কিংবদন্তি বীর যোদ্ধা শিবাজির ভূমিকায় দেখা যাবে রিশভকে। বছরের শেষ দিকে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। রিশভের মতে, এই চরিত্রটি শুধু একটি ঐতিহাসিক চরিত্র নয়, এটি তাঁর জন্য সম্মানের প্রতীক।
তবে এখানেই শেষ নয়। রিশভ শেট্টিকে দেখা যাবে আরও একটি পৌরাণিক চরিত্রে—ভগবান হনুমান। ‘জয় হনুমান’ নামের এই প্রকল্পটি পরিচালনা করছেন প্রশান্ত বর্মা। আগামী বছর শুরু হবে এই ছবির শুটিং। ভক্তদের মধ্যে ইতোমধ্যেই এই ছবিটি ঘিরে রয়েছে প্রবল উত্তেজনা।
এছাড়াও রিশভের পাণ্ডুলিপিতে রয়েছে ‘১৭৭০’ নামে একটি বিশাল বাজেটের ঐতিহাসিক ছবি। এই ছবির প্রেরণা এসেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘আনন্দমঠ’ থেকে। পরিচালনায় থাকছেন অশ্বিন গাঙ্গারাজু এবং প্রযোজনা করছে সিতারা এন্টারটেইনমেন্টস।
এক নজরে দেখলে বোঝা যায়, প্রতিটি ছবিই ঐতিহাসিক কিংবা পৌরাণিক প্রেক্ষাপটে নির্মিত, আর সেখানেই রিশভ শেট্টি নিজের আলাদা একটি ঘরানা তৈরি করে নিচ্ছেন। সাম্প্রতিক ভারতীয় সিনেমায় যেখানে বাস্তবতাকে ভিত্তি করে বড় পর্দায় গল্প বলা হচ্ছে, সেখানে রিশভ শেট্টি যেন হয়ে উঠেছেন ইতিহাস, ধর্ম এবং সংস্কৃতির এক বর্ণময় ব্যাখ্যাকার।