ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান, যিনি একের পর এক সিনেমা দিয়ে বক্স অফিসে সাফল্য ধরে রেখেছেন, তার ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে চর্চায় উঠে এসেছেন নায়িকা মিষ্টি জান্নাত। অপু বিশ্বাস ও বুবলীর সঙ্গে দাম্পত্য জীবনের পর এবার মিষ্টির সঙ্গে শাকিবের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে ঢালিউডপাড়া জুড়ে।
সম্প্রতি একের পর এক অনুষ্ঠানে এবং ছবিতে শাকিব খানের সঙ্গে এক ফ্রেমে দেখা যাচ্ছে মিষ্টি জান্নাতকে। এতেই শুরু হয় নতুন করে জল্পনা- তাদের মধ্যে কি সম্পর্ক? অনেকে তো দাবি করেই বসেছেন, মিষ্টির সঙ্গেই নাকি তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন শাকিব!
তবে এসব প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত একান্তভাবে দায় ঠেলেছেন শাকিবের দিকে। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমি কোনও রহস্য নিয়ে কথা বলব না। শাকিব খানকে নিয়ে কোনও কথা বলতে চাই না। নায়ক তো সারা ক্ষণ নানা সাক্ষাৎকার দিচ্ছেন, ওকেই প্রশ্ন করুন। তাহলেই সব মিটে যাবে।”
শাকিবের নাম ছাড়াও মিষ্টির আলোচনায় উঠে আসে বলিউড তারকা সালমান খানের নাম। তিনি সম্প্রতি দাবি করেন, সালমান খানের সঙ্গে কাজের কথাবার্তাও চলছে! যা নিয়ে আবারও বিস্মিত অনেকে। তবে সবকিছুকে ছাপিয়ে সম্প্রতি ঢাকার এক অভিজাত এলাকায় একটি পার্টিতে মিষ্টির মন্তব্য ঘিরে নতুন করে আগুন লাগে।
মিষ্টি জান্নাত নিজেই স্বীকার করেছেন- শাকিব খানের নাম সঙ্গে জুড়লেই প্রচার পাওয়া যায়, তাই সেটা ‘কৌশল হিসেবেই’ ব্যবহার করছেন তিনি। সংবাদমাধ্যমের চোখে থাকার জন্যই নাকি এসব ‘স্ট্র্যাটেজি’।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন মিষ্টি জান্নাত। কিছু সিনেমায় অভিনয়ের পর ব্যক্তিগত ব্যস্ততা ও বিদেশে পড়াশোনার কারণে অভিনয় থেকে দূরে ছিলেন। এখন আবার বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এই পুরো প্রসঙ্গে শাকিব খান বরাবরের মতোই চুপ। আগে একাধিকবার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নে বিরক্তি প্রকাশ করে তিনি বলেছিলেন, “সবার মন্তব্যের উত্তর দিলে তো কাজ করতে পারতাম না।”
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে- এটা কি শুধুই কাকতালীয়, নাকি সত্যিই আলোচনায় থাকার জন্য সুপারস্টারদের নাম ব্যবহার করছেন মিষ্টি জান্নাত?
কেএন/টিকে