দক্ষিণী সুপারস্টার পবন কল্যাণের আসন্ন অ্যাকশনধর্মী ছবি ‘উস্তাদ ভগত সিং’ এখন তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত প্রজেক্ট। পরিচালনায় রয়েছেন হারিশ শঙ্কর, আর প্রযোজনায় শক্তিশালী ব্যানার মৈথ্রী মুভি মেকার্স। এই ছবিতেই এবার যুক্ত হলেন রাশি খন্না—আর এই খবরেই নতুন করে শোরগোল শুরু হয়েছে সিনেমাপাড়ায়।
রাশি খন্নার এটাই প্রথম কাজ পবন কল্যাণের সঙ্গে। এতদিন ধরে দক্ষিণী ছবিতে নিজের প্রতিভা প্রমাণ করলেও, বড় মাপের এমন একটি সিনেমায় তাঁর অন্তর্ভুক্তি যে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে, তা বলাই বাহুল্য। অপরদিকে, ইতিমধ্যেই ছবির প্রধান নারী চরিত্র হিসেবে শ্রীলীলার নাম ঘোষণা হয়েছিল। ফলে এক ছবিতে দুই নায়িকার উপস্থিতি, তাও আবার তাঁদের দু’জনের ক্যারিয়ারের কঠিন সময়ে, ছবিটিকে ঘিরে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
শ্রীলীলা একসময় প্রবল জনপ্রিয়তার স্বাদ পেলেও সাম্প্রতিক কিছু ছবি দর্শকদের মন জয় করতে পারেনি। অন্যদিকে রাশিও বেশ কিছুদিন ধরে বড় মাপের কোনো হিট ছবি পাননি। তাঁর নতুন ছবি ‘তেলুসু কাদা’ নিয়েও রয়েছে বড় প্রত্যাশা। এমতাবস্থায় ‘উস্তাদ ভগত সিং’ তাঁদের দু’জনের জন্যই হতে পারে ভাগ্য ফেরানোর বড় সুযোগ।
এই মুহূর্তে ছবির শুটিং চলছে হায়দরাবাদে, চলবে চলতি মাসের শেষ পর্যন্ত। প্রযোজনা সংস্থা মৈথ্রী মুভি মেকার্স বরাবরই বড় বাজেট ও স্টার-পাওয়ারের জন্য পরিচিত, তাই এই প্রজেক্ট নিয়েও প্রত্যাশার পারদ তুঙ্গে।
রাশি ও শ্রীলীলার যুগল উপস্থিতি কেবল গল্পে নাটকীয়তা নয়, পর্দায় তাঁদের রসায়নও হয়ে উঠতে পারে ছবির বড় সম্পদ। নির্মাতারা মনে করছেন, দু’জন নায়িকার পারফরম্যান্স ও পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা এই ছবিকে বক্স অফিসে শক্ত ভিত দিতে পারে।
এসএন