আজ যখন রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’ নিয়ে উত্তাল বলিউড, তখন অনেকেই ভুলে গিয়েছেন—এই মহাকাব্যকে নিয়ে বড় পর্দায় আসার প্রস্তুতি বহু আগেই শুরু করেছিলেন সালমান খান। পরিচালক ছিলেন সালমানের ভাই সোহেল খান, আর সীতার চরিত্রে ছিলেন সোনালী বেন্দ্রে। কিছুদিনের জন্য যুক্ত হয়েছিলেন পূজা ভাট-ও। সব মিলিয়ে তখনকার বলিউডে এই ‘রামায়ণ’ ছিল এক মেগা প্রজেক্ট।
‘আউজার’-এর সাফল্যের পর আত্মবিশ্বাসী সোহেল খান শুরু করেন এই বিশাল ক্যানভাসের কাজ। ৪০ শতাংশ শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছিল। সালমানকে দেখা গিয়েছিল পুরো রাম অবতারে, এমনকি ফিল্মের প্রোমোশনেও অংশ নিয়েছিলেন সেই রূপে। অডিয়েন্সের উত্তেজনা ছিল তুঙ্গে।
কিন্তু পর্দার এই রামায়ণ পর্দার বাইরের প্রেমকাহিনির সামনে এসে মুখ থুবড়ে পড়ে। শোনা যায়, সোহেল ও পূজা ভাটের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সালমানের পরিবার সে সম্পর্ক মেনে নিতে পারেনি। এর জেরেই পূজার প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যাওয়া, আর ধীরে ধীরে থেমে যাওয়া এই মহাকাব্যিক ছবির শুটিং।
যে ছবি হতে পারত সালমান খানের ক্যারিয়ারের এক স্মরণীয় মাইলস্টোন, তা থেকে গেল শুধুই 'যদি' আর 'হয়তো'-র গল্পে।
আজকের দিনে দাঁড়িয়ে, এই ‘রামায়ণ’ বলিউড ইতিহাসে এক অপূর্ণ স্বপ্নের নাম।
এসএন