বলিউডের ‘সিরিয়াল কিসার’ নামটা শুনলেই দর্শকের মনে যে নামটা ঝলসে ওঠে, তিনি ইমরান হাশমি। ‘মার্ডার’, ‘জেহর’, ‘জান্নাত’ থেকে শুরু করে ‘গ্যাংস্টার’—প্রতিটি হিট ছবির সঙ্গে যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে সেই বিখ্যাত পর্দার চুম্বনের দৃশ্য।
এবার নিজেই এই ‘ট্যাগ’ নিয়ে মুখ খুললেন ইমরান। অকপট স্বীকারোক্তিতে বললেন—“সিরিয়াল কিসার তকমাটা এখন আমার সঙ্গে এমনভাবে জুড়ে গেছে, সেটা নিয়ে লড়াই করে লাভ নেই।”
বরং তিনি এটিকে ইতিবাচক দিক থেকেই দেখেন। বললেন, “এটা দারুণ ব্যাপার। ছেলেরা যখন জামা খুলে ফেলে, তার থেকেও বেশি মজা এটা!”
তবে পরিবারের প্রতিক্রিয়া নিয়ে ইমরান বলেন, স্ত্রী বা বাবা কেউই ঠিক খুশি ছিলেন না পর্দায় তাঁর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে।
“তারা হয়তো এসব ভালোবাসেন না, কিন্তু তারা বোঝেন—এটাই আমার পেশাগত জীবনের জন্য প্রয়োজন ছিল,”—যোগ করলেন ইমরান।
আজকের দিনে দাঁড়িয়ে যখন তিনি নিজেকে একাধিক ঘরানায় প্রমাণ করেছেন—রহস্য, পারিবারিক নাটক বা দেশপ্রেমভিত্তিক ছবিতে—তবু ‘সিরিয়াল কিসার’ নামটা যেন রয়ে গেছে ছায়ার মতো। আর এবার সেই ছায়াকেই নিজের পরিচয় হিসেবে মেনে নিলেন ইমরান হাশমি।
এসএন