‘গুল্লি বয়’-এর সেই আগুনে চোখের ছেলেটি—আজ তিনি বলিউডের অন্যতম প্রতিশ্রুতিমান মুখ। সিদ্ধান্ত চতুর্বেদী। তবে এই জার্নি মোটেই সহজ ছিল না। কোনও তারকার ছেলে নন, পিছনে ছিল না কোনও বড় প্রোডাকশনের হাত। ছিল শুধুই প্রত্যাখ্যানের যন্ত্রণা আর নিজের প্রতি অগাধ বিশ্বাস।
সেই বিশ্বাসই এখন তাঁকে পৌঁছে দিয়েছে বহু প্রতীক্ষিত ‘ধড়ক ২’-এর মুখ্য চরিত্রে, ত্রিপ্তি ডিমরি’র বিপরীতে। নতুন ছবির আগে সিদ্ধান্ত অকপটে জানালেন,
“সিকুয়েল হলে চাপটা একটু বেশিই থাকে। সবসময় একটা নতুন কিছু দেখানোর তাগিদ থাকে।”
তবে সিদ্ধান্ত আর আগের মতো নন। বললেন, “ভুল তো হতেই পারে। কিন্তু এখন নিশ্চিত—আর কোনও টাইপকাস্ট চরিত্র করব না। নিজেকে শুধু এক ধরনের চরিত্রে আটকে রাখার সময় চলে গেছে।”
নিজের পছন্দের গল্প, চরিত্র আর আবেগের সঙ্গে মেলানো সিনেমাই এখন তাঁর লক্ষ্য। আর সেই লক্ষ্যই তাঁকে আলাদা করে তুলছে বলিউডের বহু পরিচিত মুখের ভিড়ে।
একজন ‘আউটসাইডার’ হওয়া সত্ত্বেও, সিদ্ধান্ত যেন হয়ে উঠছেন নতুন বলিউডের প্রতীক—যেখানে মেধা, লড়াই আর আত্মবিশ্বাস মিলেই তৈরি করে তারকার জন্ম।