ফিলিস্তিনিদের সংগ্রামী লড়াইয়ে সমর্থন মাহাথির-হাসিনার 

জাতিসংঘে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি দখলদার বাহিনী এবং তাদের স্থানীয় দোসরদের পরিচালিত গণহত্যায় ৩০ লাখ নিরপরাধ মানুষ নিহত এবং ২ লাখ নারী নির্যাতনের শিকার হন। আমাদের এই নির্মম অভিজ্ঞতাই সব সময় আমাদের নিপীড়িতদের পাশে দাঁড়াতে সাহস যুগিয়েছে। যতদিন পর্যন্ত আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের ন্যায়সঙ্গত ও বৈধ সংগ্রাম সফল না হচ্ছে, ততদিন তাদের পক্ষে আমাদের দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে।

স্থানীয় সময় শুক্রবার বিকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে জেনারেল অ্যাসেম্বলি হলে দেয়া বক্তৃতায় শেখ হাসিনা এসব কথা বলেন।

ইসরায়েলি বর্বরতা বন্ধে ফিলিস্তিন এবং তাদের সমর্থক রাষ্ট্রগুলোকে নতুন কৌশল নির্ধারণের আহ্বান জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

মাহাথির মোহাম্মদ বলেন, আমাদের অনেকেই ইসরায়েলি নৃশংতায় ক্ষুব্ধ। কিন্তু ফিলিস্তিনিদের উদ্ধারে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। ফিলিস্তিনিদের জন্য ফিলিস্তিন পুনরুদ্ধারের পরিকল্পনা নির্ধারণে আলোচনায় বসা উচিৎ।

১৯৪৮ সালে ফিলিস্তিন দখল করে ইসারায়েল প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে ইসরায়েলি দখলদারিত্ব আর নৃশংসতায়, অবরুদ্ধ-নিপীড়িত ফিলিস্তিনিরা।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ