পেঁয়াজ মজুদ ও দাম বেশি: নোয়াখালীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা  

পেঁয়াজ মজুদ ও অতিরিক্ত দাম নেওয়ার অপরাধে নোয়াখালীতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতে নোয়াখালী শহরের মাইজদী পৌর বাজার ও বাণিজ্যিক শহর চৌমুহনীতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান জানান, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় মাইজদী পৌর বাজারের আহমেদ স্টোরকে ১৫ হাজার টাকা এবং গুদামে পেঁয়াজের ‘মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির’ অপরাধে চৌমুহনী বাজারের আড়তদার বশির উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা বাজার কর্মকর্তা যিশু বড়ুয়া, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এবং র‌্যাব ১১ লক্ষ্মীপুরের সহকারী পরিচালক আবু সালেহ এবং সুধারাম মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: