জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, হাসিনা সরকারের আমলে আমরা দেখতাম বিরোধী দলের কাউকে ধরে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা দিয়ে দিত। বর্তমান সরকারও একই ভাষায় কথা বলছে। গতকাল (শুক্রবার) নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি একথা বলেন।
গত বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মঞ্চ ৭১ নামে একটি সংগঠনের গোলটেবিল আলোচনায় ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া কিছু ব্যক্তি বাঁধা দেয়।
পরে সেখান থেকে মুক্তিযোদ্ধা ও শিক্ষকসহ ১৬ জনকে আটক করে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এ প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, গতকাল আমি ঢাকা রিপোর্টারস ইউনিটিতে মঞ্চ ৭১ এর গোলটেবিল বৈঠককে কেন্দ্র করে যে মব ভায়োলেন্স হয়েছিল সেটা নিয়ে কথা বলেছিলাম। কাল যখন আমি সেই প্রোগ্রামটা করি, তখন পর্যন্ত আমার ধারণা ছিল পুলিশ নিরাপত্তা দেওয়ার জন্যই তাদের আটক করে নিয়ে গিয়েছিল। পুলিশও সেরকম কথাই বলেছিল।
কিন্তু পরে গভীর রাতে জানতে পারলাম, তাদের সবাইকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা নাকি দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, অন্তর্বর্তীকালীন সরকারের পতনের জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে।
মাসুদ কামাল বলেন, আগের যে সরকারকে আমরা ফ্যাসিস্ট সরকার বলি, সেই হাসিনা সরকারের আমলে এমন মামলা আমরা প্রায়ই দেখতাম। বিরোধী দলের কেউ একজনকে ধরে নিয়ে এসে এ ধরনের মামলা দিত।
সেই মামলার ঘটনাগুলো মানুষ কিন্তু বিশ্বাস করত না। তিনি বলেন, এখন যে সরকার আমাদের আন্দোলনের মাধ্যমে গঠিত হয়েছে, যে সরকারের কাছ থেকে আমরা ঐক্যবদ্ধ জাতি গঠনের প্রক্রিয়া আশা করেছি, তারাও সেই একই ভাষায় কথা বলছে।
মাসুদ কামাল বলেন, আপনারা হয়তো বলবেন, না, এটা তো সরকার বলছে না; পুলিশ বলছে। হ্যাঁ, পুলিশ কি সরকারের অংশ নয়? তিনি আরো বলেন, এই সরকার যা বলছে, পুলিশ সেটাই কেবল প্রতিধ্বনি করছে।
এমআর/টিএ